গতকাল ২২/০২/২০২৩ ইং তারিখ বুধবার সকাল ৯ টার সময় ফরিদপুর নগরকান্দা উপজেলাধীন ৭২ নং গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়,
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নগরকান্দা উপজেলার ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার রুপা ঘোষ এবং বিশেষ অতিথি হিসেবে রামনগর ইউনিয়নের চেয়ারম্যান জনাব কাইমোদ্দিন মন্ডলকে রাখা হয়।
সার্বিক সহযোগিতায় ছিলেন বিদ্যালয় ব্যাবস্থাপনা কমিটি, শিক্ষক এবং অভিভাবক বৃন্দ।
চেয়ারম্যান কাইমুদ্দিন মন্ডলের শারীরিক সমস্যার কারনে চেয়ারম্যান এর ব্যাক্তিগত প্রতিনিধি, তার পূত্র মোশাররফ হোসেন রাসেদ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উপস্থিত ছিলেন গোপালপুর ওয়ার্ড এর বর্তমান এবং সাবেক ইউপি সদস্য, বীর মুক্তিযোদ্ধা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উক্ত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ইদ্রিস আলী মীর, সহকারী শিক্ষক, কৃষ্ণার ডাঙ্গী উচ্চ বিদ্যালয়।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীদের বিভিন্ন রকমের প্রতিযোগিতার ব্যাবস্থা করা হয়।
বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক এবং আগত অতিথিদের জন্যেও বিভিন্ন প্রতিযোগিতার ব্যাবস্থা করা হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আগত অতিথিরা বিদ্যালয়ের উন্নয়নের বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বক্তব্য পেস করেন।
শিক্ষার্থীরা যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় অংশ নেন এবং তারা গানের তালে নৃত্য পরিবেশন করেন।
অনুষ্ঠান শেষে সকল বিজয়ী এবং অতিথিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।