ওয়ার্ল্ড নিউজ ২৪ বিডি ডেক্সঃ দিনে দুপুরে লোহ মর্ষক চাঞ্চল্যকর ডাকাতি,জনতার সামনেই। একটু সামনেই ছিল নৌ পুলিশ সদস্য। সবার চোখের সামনে দিয়ে স্পিট বোটে এসে ট্রলারে আক্রমণ করে বন্দুক,দেশীয় অস্ত্র সহ ডাকাতরা। ট্রলারে থাকা মানুষ জনকে কুপিয়ে মারদর করে প্রায় ৫০ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এই ঘটনায় আহত প্রায় ৪০ জন। ট্রলারে থাকা যাত্রীদের বেশীর ভাগ ই ছিল গরু ব্যবসায়ী।
ট্রলারে থাকা ভুক্তভোগীদের দেয়া ভাষ্যমতে ৫ অক্টোবর বুধবার সকাল ১০.৪৫ মিনিট এর দিকে রায়পুরা থানার মির্জারচর ইউনিয়নের শান্তিপুর গ্রামের পাশে মেঘনা নদীতে এই ঘটনা ঘটে। সকাল ১০:৪৫ ট্রলারটি শান্তিপুর বাজার থেকে ছেড়ে ঐতিহ্যবাহী বাইশমোজার বাজারে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়।ট্রলারটি ঘাট থেকে কিছু দুর যাবার পরেই দশ বারো জনের ডাকাত দল স্পিট বোটে এসে ট্রলার টিকে আক্রমন করে।ট্রলারে থাকা যাত্রীদের কুপিয়ে মারদর করে, ওদের কাছে থাকা টাকা পয়সা সবকিছু ছিনিয়ে নেয়।
এই চাঞ্চল্যকর ডাকাতির সময়ে আশে পাশে থাকা অন্যান্য ট্রলারের যাত্রীরা ও নদীর দুই পাশের মানুষ চিতকার করতেছিল। ডাকাতির স্থানের একটু সামনেই ছিল নৌপুলিশের ট্রলার। সবার চোখের সামনে ডাকাতরা ডাকাতি করে স্পিট বোট নিয়ে পালিয়ে যায়। ডাকাতরা পালিয়ে গেলে সাধারণ মানুষ ও নৌ পুলিশ আক্রান্তদের উদ্দার করেন। আহতদের নিকটস্থ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।আশে পাশে থাকা মানুষ জন এই ডাকাতির ঘটনার ভিডিও করে ফেসবুকে পোস্ট দিয়েছেন।
ডাকাতির এই ঘটনায় এখন পর্যন্ত কোন অপরাধী গ্রেফতার হয়নি। পুলিশ জানিয়েছে তদন্তের মাধ্যমে অপরাধীদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনা হবে। এলাকাবাসী জানান মেঘনা নদী বেস্টিত রায়পুরার চরাঞ্চলে প্রায় ট্রলারের মধ্যে এমন ডাকাতির ঘটনা ঘটে।ট্রলারের যাত্রীদের টাকা পয়সা ছিনিয়ে নেওয়া। এসব ডাকাতদের হাতে প্রান ও দিতে হয় অনেক কে।এলাকাবাসীর দাবী পুলিশ প্রশাসন যেন অনতিবিলম্বে এসব ডাকাতি বন্ধ করে।
ওয়ার্ল্ড নিউজ ২৪ বিডি ডেক্স