ওয়ার্ল্ড নিউজ ২৪ বিডি ডেক্সঃ সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে বিশ্বের সর্বকনিষ্ঠ প্রেসিডেন্ট হলেন বুরকিনা ফাসোর সেনাবাহিনীর ক্যাপ্টেন ইব্রাহিম ত্রাওরে। কিছুদিন আগেও ৩৪ বছর বয়সী ইব্রাহিম ত্রাওরেকে দেশের কেউই চিনত না। এমনকি বুরকিনা ফাসোতে তার নিজ গ্রামেও তাকে অনেকেই চিনত না।
কিন্তু সম্প্রতি সেনাবাহিনীর ক্যাপ্টেন ত্রাওরে অভ্যুত্থানের মাধ্যমে বর্তমান প্রেসিডেন্ট কে ক্ষমতাচ্যুত করে নিজেকে দেশটির প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছেন।
বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, বুরকিনা ফাসোর সেনাবাহিনীর ছোট একটি বিদ্রোহী অংশকে নেতৃত্ব দিয়ে ত্রাওরে সেনা অভ্যুত্থান করে এবং দেশটির সাবেক জান্তা শাসক লে. কর্নেল পল–হেনরি সান্দাওগো দামিবাকে ক্ষমতাচ্যুত করে দেশটির সর্বময় ক্ষমতা দখল করেছেন। পল–হেনরি সান্দাওগো চলতি বছরের জানুয়ারি মাসেই আরেকটি অভ্যুত্থানের মাধ্যমে বুরকিনা ফাসোর ক্ষমতা দখল করেন।
এএফপির প্রতিবেদন অনুসারে, গত বুধবার ত্রাওরে নিজেকে বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন। তিনি ওই ঘোষণায় দেশটির জাতীয় নিরাপত্তা, আঞ্চলিক অখণ্ডতা এবং রাষ্ট্রীয় বিধি–বিধান জারি রাখার প্রতিশ্রুতি দেন। এবং প্রেসিডেন্ট ঘোষণার মাধ্যমে নিজেকে বর্তমানে বিশ্বের সবচেয়ে কমবয়সী শাসক হিসেবে প্রতিষ্ঠিত করেন। চিলির বর্তমান প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিককে পেছনে ফেলেছেন ত্রাওরে। বোরিকের বয়স ৩৬ বছর।
গত ১ অক্টোবর বুরকিনা ফাসোর সামরিক সরকারের প্রধান পল হেনরি দামিবাকে ক্ষমতাচ্যুত করেন ইব্রাহিম ত্রাওরে। সে সময় টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি বলেন, ‘দামিবাকে ক্ষমতাচ্যুত করে সরকার ভেঙে দেওয়া হয়েছে এবং সংবিধান স্থগিত করা হয়েছে।’ কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সেনা অভ্যুত্থানের নেতৃত্ব দেন ইব্রাহিম ত্রাওরে নিজে। তিনি বলেছেন, ‘দেশে ক্রমবর্ধমান সশস্ত্র বিদ্রোহ মোকাবিলায় ব্যর্থ হয়েছেন দামিবা। তাই তাঁকে অপসারণের সিদ্ধান্ত নিয়েছেন সেনাবাহিনীর একদল কর্মকর্তা।’
ওয়ার্ল্ড নিউজ ২৪ বিডি ডেক্স