ওয়ার্ল্ড নিউজ ২৪ বিডি:- দাপুটে বিজয়ে ঐতিহাসিক চ্যাম্পিয়ন বাংলার দামাল প্রমিলারা সাফ চ্যাম্পিয়নশীপের মুকুট মাথায় দিয়ে বীরের বেশে দেশে প্রত্যাবর্তন। এয়ারপোর্টে ফুল দিয়ে বরন,বিজয়ীদের দেখতে মানুষের ভীড়।
দুপুর ১.৪০ মিনিটের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌছায় সাফ মহিলা ফুটবলারদের বহন কারী বিমানটি। সাবিনা, সানজিদা,কৃষ্ণাদের বরন করে নিতে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতি মন্ত্রী জাহিদ হাসান রাসেল। উপস্থিত ছিলেন বাফুফের কর্মকর্তা বৃন্দ আরো উপস্থিত ছিলেন অনেক সাবেক খেলোয়াড় বৃন্দ।
আর সকাল থেকেই বিমানবন্দরে সাধারন উৎসুক জনতার ভীর ছিল চোখে পড়ার মত।বাংলার বিজয়ী বাঘীনিদের দেখতে জনতার উপস্থিতি কানাই কানাই পুর্ন হয়ে যায় বিমান বন্দরে।
ফুল দিয়ে বরন ও মিস্টি মুখ শেষে বিকেল ৩.৩০ মিনিটের দিকে ছাদ খোলা বাসে বাফুফে ভবনের উদ্যেশ্যে রওনা দেয় সাফের নতুন রাণীরা।
বাস যাবে মতিঝিলস্থ বাফুফে ভবনে। আগেরদিন ই বাফুফে বাসের রোড ম্যাপ ঘোষনা দিয়েছিল। সাবিনার দলকে বহন কারী বাস যাবে কাকলী হয়ে মহাখালী ফ্লাইওভার দিয়ে জাহাঙ্গীর গেট,পিএম ও অফিসের পর বিজয় সরণী হয়ে বায়ে। সেখান থেকে তেজগাও হয়ে পুরান ফ্লাইওভার দিয়ে মৌচাক হয়ে কাকরাইল পৌছাবে। পরে বাস কাকরাইল কাকরাইল থেকে বায়ে – ফকিরাপুল আরামবাগ মতিঝিল শাপলা চত্তর হয়ে বাফুফে ভবনে পৌছাবে নারী ফুটবলাররা।
বাংলার বীর বাঘীনিদের বরন করে নিতে ঘোষিত রোড ম্যাপ এর রাস্তার দুই পাশে হাজার হাজার জনতা দাঁড়িয়ে ছিল ওদের ভালবাসা দিতে। প্রতিটি এলাকায় রাস্তার দুই পাশের জনতা বাংলার বাঘীনিদের এই জয়ে উষ্ণ অভ্যর্থনা জানাই। জনতার এই ভালবাসার বহি প্রকাশ ওদের প্রতি কৃতজ্ঞতা বাংলার নারীরা আবারো বাংলাদেশের নাম কে আন্তর্জাতিক অঙ্গনে সম্মানের সহিত উজ্জ্বল করেছে।
পুরো দেশ আজ ওদের এই জয়ে আনন্দিত উল্লাসিত ওদের কাছে কৃতজ্ঞ। সাবিনা সানজিদা কৃষ্ণারা আবারো প্রমান করেছে বাংলার নারীরা যে কোন মুকাবেলায় শক্ত হাতে লড়াই করতে সক্ষম। তোমাদের জানাই প্রানাডাল অভিনন্দন।
ওয়ার্ল্ড নিউজ ২৪ বিডি