অন্যতম জনপ্রিয় ও শীর্ষস্থানীয় দৈনিক ই-পেপার ও অনলাইন নিউজ পোর্টাল “ওয়ার্ল্ড নিউজ ২৪ বিডি” তে জরুরী ভিত্তিতে থানা ও জেলা প্রতিনিধি নিয়োগ দেয়া হবে।
পদের নাম : থানা/জেলা প্রতিনিধি।
আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র (ইমেইলের) সঙ্গে পূর্ণাঙ্গ জীবন-বৃত্তান্ত, সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ, ভোটার আইডি অথবা জন্ম নিবন্ধন অথবা পাসপোর্ট ও শিক্ষাগত যোগ্যতার এবং অভিজ্ঞতার সনদসহ (যদি থাকে) আবেদন করতে হবে।
বিঃদ্রঃ – জীবন-বৃত্তান্ত নিন্মে উল্লেখিত পত্রিকার ইমেইল এ পাঠাতে হবে। PDF অথবা MS Word Format এ CV দিবেন। অন্য ফরমেটে গ্রহনযোগ্য নয়।
ধন্যবাদান্তেঃ
চীফ এডিটর/ প্রধান সম্পাদকঃ
মোঃ লুৎফর রহমান খন্দকার
ওয়ার্ল্ড নিউজ ২৪ বিডি
প্রয়োজনে : 01916-269917 (হোয়াটসঅ্যাপ)
বিঃদ্রঃ জীবন-বৃত্তান্ত এবং জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সহ শিক্ষাগত যোগ্যতার সকল সনদ স্ক্যান করে ইমেইল করুন এবং থানা/জেলা প্রতিনিধি পদের নাম উল্লেখ করুন।
রেজিস্টার্ড অফিসঃ বাসা নংঃ ১৬০/এ, রোড নংঃ ০৩, জনতা হাউজিং, মিরপুর-১, ঢাকা-১২১৬, বাংলাদেশ। মোবাইলঃ 01711985628 ইমেইলঃ info@worldnews24bd.com
ওয়েবসাইটঃ www.worldnews24bd.com