বর্ণিল সাজে সজ্জিত হয়েছে শ্রীবরদী থানা চত্তর, বিজয়ের মাস উপলক্ষে শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ, বিপ্লব কুমার বিশ্বাস শ্রীবরদী থানা চত্তরে পদ্ম সেতু নির্মাণ, পুকুর খনন,বঙ্গবন্ধুর ফেষ্টুন তৈরী ও রংবেরঙের লাইটিং এ সৌন্দর্যের চাদরে ঢেকে দিয়েছেন শ্রীবরদী থানা চত্তর।১৯/১২/২২ রোজ সোমবার সন্ধ্যা ৭ টায় বর্নাট্য এক পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন।
দর্শণ সমাগমে মুখরিত শ্রীবরদী থানা চত্বর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর ৩ আসনের মাননীয় সংসদ সদস্য ফজলুল হক চাঁন, বিশের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা পুলিশ সুপার কামরুজ্জামান বিপিএল। শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহারুল ইসলাম লিটন। শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ সালেহ।
শ্রীবরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান এ ডি এম শহিদুল ইসলাম। শ্রীবরদী উপজেলা আওয়ামী যুব লীগের সভাপতি লিয়াকত হোসেন লিটন, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলার ১০ ইউনিয়নের চেয়ারম্যান,আওয়ামীলীগ ও আওয়ামী যুবলীগের নেত্রী বৃন্দ। শ্রীবরদী ও শেরপুরের ইলেকট্রিক ও প্রিণ্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ। সধী মহল