শেরপুরের শ্রীবরদীতে মহান বিজয় দিবস ২০২২ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ নভেম্বর বুধবার সকালে উপজেলা পরিষদ হল রুম সোমেশ্বরীতে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ওসি ( তদন্ত ) নাইম মোহাম্মদ নাহিদ হাসান , শ্রীবরদী পৌরসভার মেয়র মোহাম্মদ আলী লাল, শ্রীবরদী উপজেলা আ`লীগের নব নির্বাচিত সভাপতি মো: মোতাহারুল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক মো: ছালাহ্ উদ্দিন ছালেম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা. ওমর ফারুক,মহিলা বিষয়ক কর্মকর্তা মাসুমা মমতাজ,বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, তাতিহাটি ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ আব্দুর রউফ মিয়া,কাকিলাকুড়া ইউপি চেয়ারম্যান হামিদুল্লাহ তালুকদার, শ্রীবরদী সদর ইউনিয়নের চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরিদ,কুড়িকাহনিয়া ইউপি চেয়ারম্যান মোঃ ফিরুজ খান নুন, ভেলুয়া ইউপি চেয়ারম্যান আব্দুল করিম, গোসাইপুর ইউপি চেয়ারম্যান আশিকুল ইসলাম আশিক, উপজেলা যুবলীগের সভাপতি লিয়াকত হোসেন লিটন, প্রেসক্লাব শ্রীবরদী’র সভাপতি এজেএম আহছানুজ্জামান ফিরোজ প্রমুখ।
সভায় উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।