ওয়ার্ল্ড নিউজ ২৪ বিডি ডেক্সঃ দুর্বল মনোবল ও লড়াই করতে অনীহার কারণে ইউক্রেনে মোতায়েনকৃত রুশ সেনাদের অনেকেই পালাতে চাইছে। এমন পরিস্থিতিতে যুদ্ধক্ষেত্র ছেড়ে পালাতে চাওয়া সেনাদের গুলি করার হুমকি দেওয়া হচ্ছে। সম্ভবত এই হুমকি প্রদানের জন্য ইউক্রেনে একটি সেনা ইউনিটও মোতায়েন করেছে রাশিয়া। এমন দাবি করেছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এসব কথা জানা গেছে।
গতকাল শুক্রবার সকালে প্রকাশিত একটি গোয়েন্দা প্রতিবেদনে যুক্তরাজ্য নতুন মোতায়েনকৃত ইউনিটগুলোকে ‘বাধা বাহিনী’ বা ‘ঠেকানোর ইউনিট’ হিসেবে উল্লেখ করা হয়েছে। এই ইউনিটের কাজ হলো যুদ্ধক্ষেত্রে সেনাদের লড়াইয়ে বাধ্য করা।
ব্রিটিশ গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, লড়াই ছেড়ে পালাতে চাওয়া সেনাদের বিরুদ্ধে কমান্ডাররা যাতে নিজেদের অস্ত্র ব্যবহার করেন তা চাইছেন রুশ জেনারেলরা। সম্ভবত এর আওতায় পলায়নপর সেনাদের গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়ে থাকতে পারে। যাতে করে অপর সেনাদের সতর্ক করা হয়।লড়াই করতে অনিচ্ছুক সেনাদের গুলি করে হত্যা করার নির্দেশ রুশ সেনাবাহিনীর নিম্ন মান, দুর্বল মনোবল ও বিশৃঙ্খলার সঙ্গে জড়িত হতে পারে। এই বিষয়ে রাশিয়ার কোনও বক্তব্য পাওয়া যায়নি। ইউক্রেন বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও এমন কোনও দাবি করা হয়নি।
(সুত্রঃ বাংলা ট্রিবিউন।)