ওয়ার্ল্ড নিউজ ২৪ বিডি ডেক্সঃ যুবভারতীতে সাম্বা ম্যাজিক। হারতে থাকা ম্যাচও দাপটে জয়। বড়দের সাত গোলের বদলা হয়তো সাত দিয়েই নিতে পারল না ছোটরা। কিন্তু, যে বদলাটা নিল ব্রাজিলের অনূর্ধ্ব ১৭ দল, সেটার জন্য গর্ব করতে পারেন সে দেশের সিনিয়র দলের ফুটবলার থেকে কোটি কোটি ফুটবল সমর্থক।
কলকাতা আজ যেন রিওর মেজাজে। এমনিতেই এ শহরে ব্রাজিল এবং জার্মানি দুই দলেরই অনেক সমর্থক। কিন্তু, জার্মানির থেকে যত বেশি সংখ্যক মানুষ এই রাজ্যে বাস করেন, তেমনই এদিন যুবভারতীও ছিল বাঙালি ব্রাজিল সমর্থকদের দখলে। আর সেই ব্রাজিলীয় সমর্থকদের হতাশ তো করলোই না বরং, বুকভরা আনন্দ দিল ছোটদের ব্রাজিল দল। শক্তিকে পরাস্ত করল শিল্প দিয়ে। এগিয়ে থাকা জার্মানিকে হারিয়ে দিল ২-১ গোলের ব্যবধানে।
ওয়ার্ল্ড নিউজ ২৪ বিডি ডেক্স