ওয়ার্ল্ড নিউজ ২৪ বিডি ডেক্সঃ মার্কিন স্পিকারের সঙ্গে তাইওয়ানের প্রেসিডেন্টের বৈঠকের জেরে ব্যাপক সামরিক মহড়া চালাচ্ছে চীন। গতকাল রোববার (৯ এপ্রিল) দ্বিতীয় দিনের এ মহড়ায় ৭১টির বেশি যুদ্ধবিমান অংশ নিয়েছে বলে জানিয়েছে তাইপে। এ অবস্থায় চীনকে সংযত আচরণের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল রোববার দ্বিতীয় দিনের মতো তাইওয়ান ঘিরে জল ও স্থলপথে মহড়া চালায় চীন।
তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাইওয়ান প্রণালির কাছে সুখোই থার্টিসহ ৭১টির বেশি যুদ্ধবিমান চিহ্ণিত করেছে তারা। এরমধ্যে ৪৫টি তাইওয়ান প্রণালি অতিক্রম করেছে বলে ধারণা তাদের। এছাড়াও ছিল যুদ্ধ জাহাজ।তাইওয়ানের স্বাধীনতাকামীদের উসকানির জবাবে এই মহড়া চালানো হচ্ছে বলে জানিয়েছে চীনের সামরিক বাহিনী পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)। তাইওয়ান ঘিরে তিনদিনব্যাপী এ মহড়ার নাম দেয়া হয়েছে অপারেশন শার্প সোর্ড।
মূলত তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন যুক্তরাষ্ট্রে গিয়ে মার্কিন স্পিকার ক্যাভিন ম্যাকার্থির সঙ্গে দেখা করায় চটেছে চীন। বৈঠকটির আগেই বেইজিং নানা হুমকি ধামকি দেয়। বৈঠকের পর কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দেয় বেইজিং।এর পরপরই শনিবার ( ৮ এপ্রিল) থেকে তিনদিনব্যাপী মহড়া শুরু করে চীন। এ অবস্থায় চীনকে সংযত আচরণের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।
ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত বৈঠকে পররাষ্ট্র দফতরের এক মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র বেইজিংয়ের পদক্ষেপগুলি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। অঞ্চলটিতে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিতে আমাদের জাতীয় নিরাপত্তা প্রতিশ্রুতি পূরণে পর্যাপ্ত সক্ষমতা রয়েছে আমাদের।
এদিকে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই বলেছেন, চীনের নিরবচ্ছিন্ন কর্তৃত্ববাদ মোকাবিলায় যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের সঙ্গে কাজ করে যাবে তাইপে। শনিবার চীনের মহড়া শুরুর পর এ মন্তব্য করেন তিনি।
এর আগে গত বছরের আগস্টে বেইজিংয়ের হুমকি উপেক্ষা করে তাইওয়ান সফর করেন সাবেক মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। প্রতিবাদে তাইওয়ান প্রণালির আশপাশে বড় ধরনের সামরিক মহড়া চালায় চীনা সামরিক বাহিনী। এতে তাইওয়ানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় চীনের।