যশোরের অভয়নগরে শংকরপাশা ফেরীঘাট সংলগ্ন আইয়ান আরিশ ঘাটে ক্রেনের গ্রাফিকের ধাক্কায় নাইম মোল্যা(২৬) নামে এক ঘাট শ্রমিকের মৃত্যু হয়েছে।
দুপুরে এই ঘটনা ঘটে। নিহত নাইম উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের পুড়াখালী গ্রামের শের আলী মোল্যার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও ঘাট এলাকায় কর্ম্রত শ্রমিকদের মারফত জানা যায়, এসময় কার্গো এম ভি ফ্রেন্ডস ৩ হতে ক্রেনের মাধ্যমে ভুট্টা আনলোডের কাজ চলছিলো। নাইম মোল্যা ওই সময় সেখানেই কর্ম্রত ছিলো, এ সময় হঠাৎই ক্রেনের গ্রাফিকের আঘাতে তার মাথা কার্গোর হ্যাজে লাগে। সাথে সাথে ঘাট শ্রমিকরা তাকে অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাঃ মাহফুজুর রহমান তাকে মৃত ঘোসনা করেন।
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শামিম হাসান জানান ঘাটে একজন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ বিষয় তদন্ত ও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।