যশোরের অভয়নগর উপজেলার ভৈরব নদ থেকে এক ব্যক্তির বিবস্ত্র অবস্থায় অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।
১১ই অক্টোবর মঙ্গলবার দুপুরে উপজেলার ধুলগ্রাম গ্রামের কালীবাড়ি বালুর ঘাটের পাশের ভৈরব নদের কচুরিপানার মধ্য থেকে নওয়াপাড়া নৌ পুলিশ আনুমানিক ৩৫ বছর বয়সের একটি মরদেহ উদ্ধার করে। মরাদেহটি অর্ধগলিত অবস্থায় ছিলো। তবে মৃত ব্যক্তির নাম ও পরিচয় জানাতে পারেনি পুলিশ।
স্থানীয়দের কয়েকজন ও নৌ পুলিশ জানিয়েছে, মঙ্গলবার দুপুরে উপজেলার সিদ্দিপাশা ইউনিয়নের ধুলগ্রাম গ্রামের কালীবাড়ি বালুর ঘাটের পাশে ভৈরব নদে নোঙ্গর করা এম ভি হুদুদ নামের একটি কার্গোর পাশে কচুরিপানার মধ্যে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ ভাসতে দেখে এলাকার কয়েকজন। এরপর তারা পুলিশে খবর দেয়। দুপুর দুইটার দিকে নওয়াপাড়া নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। তার পরণে কোনো কাপড় ছিল না বলে জানিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী দের ধারনা লাশটি কয়েকদিন আগের। নওয়াপাড়া নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক(এসআই) নাজমুল ইসলাম বলেন, ‘অর্ধগলিত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়েছে। ওই ব্যক্তির নাম ও পরিচয় জানা যায়নি। তার নাম ও পরিচয় উদঘাটনের জন্য চেষ্টা চলছে।’ তিনি আর বলেন, ‘ ময়ণাতদন্তের জন্য মরদেহটি যশোর মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।