ময়মনসিংহের গফরগাঁও পৌরশহরের শিলাসী কড়ইতলী এলাকায় গলায় ওড়না পেঁচিয়ে সনি আক্তার (১৩) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে।
মঙ্গলবার সন্ধ্যায় তার বাড়ির শয়ন ঘর থেকে ওই কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। এর আগে শয়ন ঘরের ধর্নার সাথে সনির ঝুলন্ত লাশ দেখতে পায় তার পরিবার।
সনি ওই এলাকার সিএনজি চালক মো: দুলালের মেয়ে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে দিকে কিশোরী সনি আক্তারের সাথে তার বড় বোনের বাকবিতণ্ডা হয়। এ অভিমানে সন্ধ্যার দিকে সে পরিবারের সবার অজান্তে ঘরের দরজা লাগিয়ে দেয়। পরে ঘরের ধর্নার সাথে ওড়না পেঁচিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। পরিবারের লোকজন খোঁজ পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পৌর কাউন্সিলর বাবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।