ওয়ার্ল্ড নিউজ ২৪ বিডি ডেক্স: ময়মনসিংহের গফরগাঁওয়ে ওড়না পেঁচিয়ে নিশিতা (১৪) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। বিকালে উপজেলার মহিরখারুয়া গ্রামে গফরগাঁও-বরমী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিশিতা পার্শ্ববর্তী ভালুকা উপজেলার বিরুনিয়া গ্রামের মো. নয়ন মিয়ার মেয়ে এবং বিরুনিয়া স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী। সে গফরগাঁও উপজেলা সদরের শিলাসী গ্রামে মামার বাড়িতে বেড়াতে এসেছিল।
প্রত্যক্ষদর্শী ও নিহতের আত্মীয়স্বজন সূত্রে জানা গেছে, উপজেলার ঘাগড়া গ্রামের আত্মীয় বাড়ি থেকে শিলাসী গ্রামের মামার বাড়িতে রিকশাযোগে আসার সময় বিকাল পৌনে ৫টার দিকে গফরগাঁও-বরমী সড়কের মহিরখারুয়া এলাকায় তার ওড়না চাকার সঙ্গে জড়িয়ে যায়। এ সময় সে পড়ে গিয়ে অচেতন হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত ডাক্তার ডা. নাসরিন সুলতানা মুন জানান, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়ে থাকতে পারে।
গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
ওয়ার্ল্ড নিউজ ২৪ বিডি ডেক্স