ময়মনসিংহের গফরগাঁওয়ে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত। অনুষ্ঠানটির আয়োজন করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন গফরগাঁও উপজেলা ও পৌরসভা শাখা।
অনুষ্ঠানের শুরুতে বর্নাড্য রেলী নিয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে জামতলা মোড়ে সভাস্থলে নিজ নিজ আসন গ্রহন করেন। আলোচনা সভার সভাপতিত্ব করেন আব্দুল হামিদ বাচ্চু সভাপতি পৌরসভা শাখা।
শহিদুল ইসলাম উজ্জ্বলের সঞ্চালনায় বক্তব্য রাখেন আনোয়ার হোসেন ও সি তদন্ত, কামরুজ্জামান দানা, এ কে এম মাহতাব উদ্দন সাদেক, আলফাজ, ফারুকী, আজিম উদ্দিন মাষ্টার,ফকিরে মতিন, ডাঃ কে এম এহসান, মোঃ আনোয়ার ফিরোজ সভাপতি গফরগাঁও উপজেলা।
বক্তারা সকলেই মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা, ও তা বাস্তবায়নের কৌশলগুলোর ধারা নিয়ে আলোচনা করেন।
সবশেষে দুই জনকে সন্মানা ফুলের তোড়া, ক্রেষ্ট ও চাদর দিয়ে সন্মানিত করেন।