মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনায় শ্রেষ্ঠ অফিসার আসাদুজ্জামান শিশির ও মোঃ রফিকুল ইসলাম – মোঃ আলতাফ হোসেন বাবু নিজস্ব প্রতিনিধিঃ ওয়ার্ল্ড নিউজ ২৪ বিডি রাজশাহী জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনায় সভাপতিত্ব করেন, রাজশাহী জেলার গর্বিত ও বিচক্ষণ পুলিশ সুপার এবি এম মাসুদ হোসেন বিপিএম। উক্ত কল্যাণ ও মাসিক অপরাধ পর্যালোচনায় রাজশাহী জেলা পুলিশের দায়িত্ব শীল সকল অফিসার ইনচার্জ, পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সহ সিভিল ডিফেন্স এর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তা, সার্কেল এসপি, অফিসার ইনচার্জ,তদন্ত কেন্দ্রের ইনচার্জ গন নিজ এলাকার আইন শৃঙ্খলা রক্ষায় তাদের দায়িত্বশীলতার বিষয় তুলে ধরেন এবং পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা অন্তে পুলিশকে জনবান্ধব হওয়ার পরামর্শ প্রদান করা হয়। ইহা ছাড়াও বিট পুলিশিং এর দায়িত্ব পালনে কার্যকর ভূমিকা রাখতে পুলিশের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে এ বিষয়ে ও উক্ত সভায় পর্যালোচনা করা হয়েছে। রাজশাহী জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভাটি বেলা নয়টা ত্রিশ মিনিটে পুলিশ লাইন্স ড্রীল সেডে অনুষ্ঠিত হয়েছে। সভাপতির বক্তব্য প্রদান কালে রাজশাহীর পুলিশ সুপার এবি এম মাসুদ হোসেন বিপিএম তার বক্তব্যে শ্বারদীয় দুর্গাপূজার সার্বিক কার্যক্রম যেন শান্তি পূর্ণ পরিবেশে উদযাপন হয় সে বিষয়ে দিক নির্দেশনা মুলক পরামর্শ দেন। পরিশেষে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ সহ বিভিন্ন আইন বিরোধী সহিংসতা প্রতিরোধে জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনায় দায়িত্ব পালনে সাফল্য অর্জন করায় এসপি সার্কেল গোদাগাড়ী জনাব আসাদুজ্জামান শিশির ও গোদাগাড়ী মডেল থানার অন্তর্গত প্রেমতলী তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুল ইসলামকে শ্রেষ্ঠ অফিসার হিসেবে রাজশাহী পুলিশ সুপার এবি এম মাসুদ হোসেন বিপিএম তাদের হাতে উক্ত পুরস্কার তুলে দেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গোদাগাড়ী মডেল থানার মানবিক অফিসার ইনচার্জ মোঃ কামরুল ইসলাম। এ তথ্য নিশ্চিত করেন, এস পি সার্কেল গোদাগাড়ী জনাব আসাদুজ্জামান শিশির ও গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল ইসলাম। সভা পরিচালনা করেন, জনাব ইফতে খায়ের আলম, অতিরিক্ত পুলিশ সুপার রাজশাহী।