ওয়ার্ল্ড নিউজ ২৪ বিডি ডেক্সঃ মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতের আওতায় দুর্গাপুরে পোনামাছ অবমুক্ত করা হয়েছে। আজ দুপুরে উপজেলা চত্বরের উন্মুক্ত জলাশয়ে, বর্ষা প্লাবিতধান ক্ষেত, প্লাবনভূমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে এই পোনামাছ অবমুক্ত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসনের সংসদ সদস্য প্রফেসর ডাঃ মনসুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, রাজশাহী বিভাগের উপ-পরিচালক আব্দুর রউফ, উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা, সিনিয়র সহকারী পরিচালক খালেকুজ্জামান, উপজেলা মৎস্য অফিসার আমিরুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ছালিমুদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলমগীর হোসেন প্রমূখ।
এছাড়াও রাজনৈতিক নেতা জনপ্রতিনিধি ও বিভিন্ন অফিসের প্রধানরা উপস্থিত ছিলেন।
ওয়ার্ল্ড নিউজ ২৪ বিডি ডেক্স