মতলব পৌরসভার ২নং ওয়ার্ডের দগরপুর গ্রামের মরহুম রুহুল কুদ্দুস প্রধানের ছেলে ও সাংবাদিক মো : তপছিল হাছানের বড়ো ভাই মো: আলোমগীর হোসেন (৪৬) ক্লোর ক্যান্সারে আক্রান্ত হয়ে সোমবার দুপুরে তাহার নিজ বাড়িতে ইন্তেকাল করেন ( ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে স্ত্রী, এক এক ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে যান।
পরিবার সূত্রে জানা যায়,মতলব পৌরসভার দগরপুর গ্রামের মরহুম রুহুল কুদ্দুস প্রধানের বড় ছেলে মরহুম আলোমগীর হোসেন তিন ভাইয়ের মধ্যে সবার বড়। তিনি দীর্ঘ প্রায় ২৩ বছর সৌদি আরবের ক্যাটারিং ও আল সৈকত ক্যাটারিং কোম্পানিতে এফজেকেটি সেপ কুক হিসেবে কর্মতর ছিলেন। মহামারী করোনা ভাইরাসের সময় মরহুম আলোমগীর হোসেন হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সৌদি আরবের একটি হাসপাতালে সার্জারি অপারেশন করা হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার বিবেচনায় তিনি গত বছর বাংলাদেশে চলে আসেন। বিদেশের চিকিৎসকরা ওনাকে কেমোথেরাপি নেওয়ার পরামর্শ দিলেও তিনি তা গ্রহণ করেননি। বাংলাদেশে আসার পর উনার শারীরিক অবস্থা অবনতি হলে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করানো হয়। কেমোথেরাপির না নেওয়ার কারণে ক্যান্সার ছড়িয়ে পড়লে ১৫ মে তিনি মহান আল্লাহতালার ডাকে সাড়া দিয়ে আমাদের কাছ থেকে চির বিদায় নেন বলে জানান সাংবাদিক তফসিল হাসান। সোমবার বাদ আসর মরহুমের জানাজার আমার শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।