বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০১:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিজ্ঞান ও প্রযুক্তি গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের ছড়াছড়ি, তিতাসের এক শ্রেণির কর্মকর্তা, ঠিকাদার ও দালালচক্র জড়িত ফরিদপুর নগরকান্দা উপজেলাধীন রামনগর ইউনিয়নে উন্মুক্ত বাজেট ঘোষণা বাফুফে রেফারিজ কমিটির বরাবর লিখিত অভিযোগ Ckk দেশের উন্নয়ন অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবন্ধ হয়ে আবারও নৌকায় ভোট দিন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মশাখালী ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত প্রকাশিত হয়ছে যোবায়ের মুহাম্মদের নতুন বই “যমুনা পাড়ের লোককথা” ফরিদপুরের মধুখালী উপজেলা থেকে ৪০১ বোতল ফেনসিডিলসহ ০২ জন আন্তঃজেলা মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-৮ ভাঙ্গায় ২ সপ্তাহ পরও থেমে নেই ভাংচুর ও লুটপাট, খাবার পানির তীব্র সংকট এবং মানবতার জীবন যাপন

ভ্রমণপিপাসুদের জন্য নাটোরে ঐতিহ্যের নিদর্শন

মাহমুদুর রহমান পায়েল, প্রকাশক, ওয়ার্ল্ড নিউজ ২৪ বিডি।
  • আপডেট : বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২
  • ২২৮ দেখেছেন

ওয়ার্ল্ড নিউজ ২৪ বিডি ডেক্সঃ ঢাকার বাইরে প্রধানমন্ত্রীর একমাত্র বাসভবন নাটোরের উত্তরা গণভবন। ইতিহাস আর ঐতিহ্যের সাক্ষী হয়ে আজও সগৌরবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে নাটোরের দিঘাপতিয়া রাজবাড়ি। স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিঘাপতিয়া রাজবাড়িকে ‘উত্তরা গণভবন’ নামকরণ করেন। এরপর থেকেই নিরাপত্তাজনিত কারণে উত্তরা গণভবনে জনসাধারণের প্রবেশ নিষেধ ছিল। স্থানীয় জনগণের দাবির প্রেক্ষিতে মন্ত্রীপরিষদ সচিবালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ২০১২ সালের ২৫ অক্টোবর জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এরপর থেকেই প্রতিদিনি দূর-দূরান্তের মানুষের পদভারে মুখরিত হয়ে ওঠে নটোরের উত্তরা গণভবন।

জানা যায়, দিঘাপতিয়া রাজবংশের প্রতিষ্ঠাতা দয়ারাম ছিলেন নাটোরের রানী ভবানীর নায়েব। রানী ভবানী দয়ারামকে এতো বিশ্বাস করতেন যে, রানীর পক্ষে দয়ারাম গুরুত্বপূর্ণ সিন্ধান্ত গ্রহণ ও স্বাক্ষর করতেন। রানী দয়ারামের বিচক্ষণতায় মুগ্ধ হয়ে তাকে দিঘাপতিয়া পরগনার জমিদারী উপহার দেন। ১৭৩৪ সালে প্রায় ৪২ একর জমির উপর দয়ারাম রায় স্থাপত্যকলার অন্যতম নিদর্শন দিঘাপতিয়া রাজপ্রসাদটি নির্মাণ করেন। দিঘাপতিয়া রাজবংশের রাজাগণ ১৭১০ সাল থেকে ১৯৪৭ সাল পর্যন্ত রাজ্য শাসন করেন। স্বাধীনতার পর ১৯৭২ সালের ৯ ফেব্রুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিঘাপতিয়া রাজবাড়িকে ‘উত্তরা গণভবন’ হিসাবে ঘোষণা করেন। এরপর বেশ কয়েকবার মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয় এখানে ।

দিঘাপতিয়া রাজবাড়ির সৌন্দর্য দেখে মুগ্ধ হয় সব বয়সী মানুষ। এর দৃষ্টিনন্দন মূল ফটকের উপরে রয়েছে ইটালির ফ্লোরেন্স থেকে আনা বিশালাকার ঘড়ি, যা এখনো সঠিক সময় দিচ্ছে এবং আছে বিশাল আকার ঘণ্টা, যার ধ্বনি এখনও বহুদূর থেকে শোনা যায়। প্রতি বুধবার দায়িত্বপ্রাপ্ত একজন চাবি ঘোরান। এমনিভাবেই চলছে বছরের পর বছর ধরে। চারিদিকে সুউচ্চ প্রচীর ও সুগভীর পরিখা পরিবেষ্টিত রাজবাড়ির ভবনগুলোর মধ্যে রয়েছে প্রধান প্রাসাদ ভবন, কুমার প্যালেস, কাছারি ভবন, তিনটি কর্তারানী বাড়ি, রান্নাঘর, মোটর গ্যারেজসহ বিভিন্ন স্থাপনা। প্যালেসের দক্ষিণে রয়েছে ইতালিয়ান গার্ডেন, যাতে শোভা পাচ্ছে বিভিন্ন মূল্যবান মার্বেল পাথরে কারুকাজ করা ভাস্কর্য। দেশি-বিদেশি নানা জাতের শোভা বর্ধনকারী গাছ। ভাস্কর্যগুলো একটা পাথরখ- কেটে তৈরি। অত্যন্ত নিপুণ হাতের কারুকাজ। মুগ্ধতার রেশ ছড়িয়ে যায়। পরিখাগুলোতে ফোটে বিভিন্ন জাতের শাপলা, পদ্ম। প্রধান ভবনের সামনে ১৮৫৪ সালে ব্রিটিশদের নির্মিত দুটি কামানসহ রাজবাড়িতে মোট ছয়টি কামান রয়েছে। মূল রাজপ্রসাদে প্রবেশের পথে সিঁড়ির দু’পাশে দুটি কৃষ্ণমূর্তি ছিল। দর্শনার্থীর অসতর্কতায় একটি ভেঙে যাওয়ার পর অপরটি ভবনের মধ্যে সংরক্ষণ করা হয়।

নিরাপত্তা ব্যবস্থা জোরদারসহ গণভবনের বিভিন্ন স্থানে গোপন ক্যামেরা স্থাপন করে ২০১২ সালে ২৫ অক্টোবর জনপ্রতি ১০টাকা প্রবেশমূল্যের বিনিময়ে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়। পরে প্রবেশমূল্য বাড়িয়ে জনপ্রতি ২০ টাকা করা হয়। তবে ইতালিয়ান গার্টেন এবং ভবনের ভেতরের অংশ দেখতে আগেভাগেই জেলা প্রশাসনের অনুমতি নিতে হয়। টিকিট চালুর পর থেকেই দর্শনার্থীদের পদভারে মুখরিত হয়ে ওঠে উত্তরা গণভবনের আঙিনা। প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্তের দর্শনার্থীরা মুগ্ধ দৃষ্টিতে অবলোকন করে যান গণভবনের অপার সৌন্দর্য। গাইবান্ধা থেকে বেড়াতে আসা নুরে শাহী লাবলু জানান, গণভবনের ছায়াঘেরা অপার সৌন্দর্য দেখে বিমোহিত তিনি। তিনি সুযোগ পেলেই বার বার এখানে আসার ইচ্ছা পোষণ করেন । দর্শনার্থী আইনুন্নাহার আঁখি বলেন, গণভবনকে ঘিরে নাটোরে পর্যটনের সুযোগ সৃষ্টি হতে পারে। সেজন্য এর আশপাশে হোটেল-মোটেল গড়ে তোলা জরুরি। স্থানীয় বাসিন্দা সিরাজুল ইসলাম বলেন, দর্শক আকৃষ্ট করতে লেকগুলোতে বোটের ব্যবস্থা করা যেতে পারে। গণভবনের পাশে ভালো মানের কোনো হোটেল নির্মাণ করা গেলে ভ্রমণ পিপাসুদের সুবিধা হবে। স্থানীয় বাসিন্দা ডন শিকদার বলেন, ২০ টাকা দিয়ে টিকিট কেটেও ইতালিয়ান গার্ডেনসহ প্রাসাদের ভেতরে প্রবেশ করা যায় না। ইতিহাস জানতে সবকিছু উন্মুক্ত করে দেওয়া দরকার। প্রয়োজনে একটি জাদুঘর করার কথা বলেন তিনি।

নাটোরের সামাজিক সাংস্কৃতিক আন্দোলন ‘জেগে ওঠো’র সমন্বয়ক নাজমুল হাসান বলেন, গণভবনের সামনের জায়গায় বেশ বিছু অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। এগুলো সরিয়ে গণভবনের জায়গা দখলমুক্ত করা দরকার। গণভবন হলো প্রধানমন্ত্রীর বাসভবন। সেই সাথে ঐতিহাসিক স্থাপনা। এটা রক্ষা করা অতীব জরুরি।

নাটোরের জেলা প্রশাসক শাহিনা খাতুন জানান, নাটোরকে পর্যটন নগরী হিসেবে সেই সাথে ‘দ্য সিটি অফ কুইন’ হিসেবে পরিচিত করে তুলতে পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। ইতিমধ্যেই গণভবন আরও দৃষ্টিনন্দন করতে কাজ শুরু করা হয়েছে। উত্তরা গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে যাতে মন্ত্রিসভার বৈঠক করানো যায়, সে বিষয়ে তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

নাটোরে আগত দর্শনার্থীরা সহজেই শহরে রাত যাপন করে মাদ্রাসা মোড় থেকে তিন কিলোমিটার উত্তরে এই গণভবন দেখতে যেতে পারেন। নাটোরে পাঁচতারা মানের কোনো হোটেল না থাকলেও রাত যাপনের জন্য মাঝারিমানের বেশ কয়েকটি হোটেল আছে। এখানে ৩০০ থেকে ১ হাজার ২০০ টাকায় রাতযাপন করা যায়।

উত্তরা গণভবন
নাটোর শহর থেকে ৩ কিলোমিটার উত্তরে এক মনোরোম পরিবেশে ইতিহাস খ্যাত দিঘাপতিয়া রাজবাড়ী তথা উত্তরা গণভবন অবস্হিত । নাটোরের রানী ভবানী তাঁর নায়েব দয়ারামের উপরে সন্তষ্ট হয়ে তাঁকে দিঘাপতিয়া পরগণা উপহার দেন রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন-১৯৫০ এর মাধ্যমে জমিদারী প্রথা বিলুপ্ত হওয়ার পর ১৯৫২ সালে দিঘাপতিয়ার শেষরাজা প্রতিভানাথ রায় সপরিবারে রাজপ্রাসাদ ত্যাগ করে কলকাতায় চলে যান ।

রাণী ভবানীর স্মৃতি বিজড়িত নাটোর
ঐতিহাসিকদের মতে অষ্টাদশ শতকে নাটোর রাজবংশের উৎপত্তি । রাজা রামজীবন রায় নাটোর রাজবংশের প্রতিষ্ঠাতা । রামজীবনের পূত্রবধূই ছিল ইতিহাস খ্যাত রাণী ভবানী ।

ঐতিহাসিক পেক্ষাপট
রাজসিক নাটোরের সাথে জড়িয়ে আছে প্রাচীন ঐতিহ্য ও প্রত্নতাত্ত্বিক ঐশ্বর্য্য সমৃদ্ধ ইতিহাস । কবি জীবনানন্দ দাস তার ‘বনলতা সেন’ কবিতায় ………….নাটোরের বনলতা সেন’ কথাটি ব্যবহার করেন, যা নাটোরকে আরো বেশি পরিচিত করে তোলে ।

ওয়ার্ল্ড নিউজ ২৪ বিডি ডেক্স।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

আমাদের ফেসবুক পেজ

• © Copyright 2022, All Rights Reserved | World News 24 BD • বিশেষ দ্রষ্টব্যঃ এই সংস্থা্র ওয়েব সাইটে প্রকাশিত যে কোন সংবাদ (World News 24 BD) এর যথাযথ তথ্যসূত্র (রেফারেন্স) উল্লেখ পূর্বক যে কেউ ব্যবহার বা প্রকাশ করতে পারবেন।
Developed by: Themes Seller
Tuhin