নেইমারহীন ব্রাজিলকে গোলের জন্য সংগ্রাম করতে হলো বেশ। আক্রমণের খেলোয়াড়দের হতাশার দিনে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হলেন কাসেমিরো। এই অভিজ্ঞ মিডফিল্ডারের গোলে দোহার স্টেডিয়াম ৯৭৪-এ সোমবার ‘জি’ গ্রুপের ম্যাচে সুইজারল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।
শেষ ষোলো নিশ্চিত হয়ে গেছে তিতের দলের। এই জয়ে বাঁধভাঙা উল্লাসে মেতেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাস। আনন্দ মিছিল, প্রিয় দলের স্লোগানে জয় উদযাপন করেছে বিশ্ববিদ্যালয়ের ব্রাজিল সমর্থক শিক্ষার্থীরা। ষষ্ঠবারের মতো বিশ্বকাপ ট্রফি ব্রাজিলের হবে বলে আশাবাদী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্রাজিল সমর্থকরা।
ব্রাজিল সমর্থক ইউছুব ওসমান বলেন, ব্রাজিলের খেলা মানেই নান্দনিক ফুটবল, শৈল্পিক খেলা, চোখের শান্তি আর ফুটবলের সৌন্দর্য। ছোটবেলা থেকেই আমি ব্রাজিলের সমর্থক। শৈল্পিক ফুটবল দেখে আসছি। আজকের খেলাটা খুবই উপভোগ করেছি। নেইমারকে মিস করছি। তবে দলগত খেলায় ব্রাজিল দুর্দান্ত। জয় আমাদের হয়েছে, বিশ্বকাপও আমাদেরই হবে।
ব্রাজিলের ভক্ত মেহেরাব হোসেন অপি বলেন, নেইমার ইনজুরিতে পড়ায় একটু মন খারাপ হয়েছিল। ব্রাজিলের সবাই তারকা খেলোয়াড়, সে কথা আজকের খেলায় আবারও প্রমাণিত হয়েছে। এবারের ব্রাজিল দলটা অনেক ভালো। এই আসরে সবার থেকে এগিয়ে তারা। বিশ্বকাপটা এবার ব্রাজিলের হাতেই উঠবে।
ব্রাজিল সমর্থক বিথী রানী মণ্ডল বলেন, ‘এবারের আসরে ব্রাজিল সবার থেকে এগিয়ে। খেলাটা অসাধারণ ছিল। প্রতিটি খেলোয়াড় নিজেদের সর্বোচ্চ দিয়ে খেলেছে। আমরা জয়লাভ করেছি, এটাই বড় কথা। ঈশ্বরের কাছে নেইমারের দ্রুত সুস্থতা কামনা করছি। পরের ম্যাচগুলো প্রিয় দল ব্রাজিল আরও ভালো খেলবে বলে আশা করছি।’
আর্জেন্টিনার সমর্থক তবে ব্রাজিলের ম্যাচে সুইজারল্যান্ডের সমর্থন করা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী মো. মেহেদী হাসান বলেন, ‘আজকের খেলায় আমি মন থেকে চেয়েছিলাম ব্রাজিল জয় পাক। ব্রাজিলের মতো দল বিশ্বকাপ থেকে ছিটকে গেলে বিশ্বকাপ আমেজ হারাবে। আমরা ব্রাজিলের সঙ্গে খুব ভালো খেলেই জয়লাভ করব বলে আশাবাদী।’