ওয়ার্ল্ড নিউজ ২৪ বিডি ডেক্সঃ বর্ষসেরা ফুটবলারদের ক্রমটা সাধারণত বছরের শেষ দিকেই জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। কিন্তু ২০২২ সালটাকে তো আর অন্যান্য বছরের সঙ্গে মেলানো যায় না। ইতিহাসের প্রথম শীতকালীন বিশ্বকাপটা যে গত মাসেই শেষ হয়েছে কাতারে। সেই বিশ্বকাপের পারফরম্যান্স যেন অনূদিত হয় নতুন তালিকায়, সেটি নিশ্চিত করতেই আজ ২০২২ সালের শীর্ষ ১০০ ফুটবলারের নাম প্রকাশ করেছে গার্ডিয়ান।
শীর্ষ ১০০ খেলোয়াড়ের মধ্যে সর্বোচ্চ ১২ জন ম্যানচেস্টার সিটির। ১১ খেলোয়াড় নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। তৃতীয় সর্বোচ্চ ৯ জন লিভারপুলের। তবে অন্তত পাঁচ বিচারকের ভোট না পেলে কেউ বিবেচিত হননি তালিকায়। একাধিক খেলোয়াড়ের মোট পয়েন্ট সমান হলে যে খেলোয়াড় বেশি বিচারকের ভোট পেয়েছেন, তাঁকে ওপরে রাখা হয়েছে।
বিচারকদের চোখে নিরঙ্কুশভাবে সেরা খেলোয়াড় হয়েছেন মেসি। ২০৬ জন বিচারকের ১৫৬ জনই (৭৬%) এক নম্বরে রেখেছেন মেসিকে। ১৩ শতাংশ বিচারকের চোখে বছরের সেরা খেলোয়াড় ছিলেন কিলিয়ান এমবাপ্পে। ১০ শতাংশ ভোট দিয়েছেন করিম বেনজেমাকে। সেরা তিনে আছেন এই ত্রয়ীই।
গতবার যিনি গার্ডিয়ানের বর্ষসেরার স্বীকৃতি পেয়েছিলেন, সেই রবার্ট লেভানডফস্কি এবার নেমে গেছেন সাতে। তালিকায় মেসির পরেই আছেন কিলিয়ান এমবাপ্পে। জিওফ হার্স্টের পর প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ ফাইনালে হ্যাটট্রিক পাওয়া ফরাসি তারকা গতবার ছিলেন ষষ্ঠ স্থানে।
শীর্ষ পাঁচে সবচেয়ে বড় চমক লুকা মদরিচ। ক্রোয়েশিয়াকে বিশ্বকাপের সেমিফাইনালে ওঠানো রিয়াল মাদ্রিদ তারকা গত বছর ছিলেন ৪০তম স্থানে। ৩৫ ধাপ এগিয়েছেন ক্রোয়াট অধিনায়ক। বড় লাফ দিয়েছেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রও। রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ৩১ থেকে উঠে এসেছেন আটে।
লিগের হিসাবে সবচেয়ে এগিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ। ৪৩ জন খেলোয়াড় এই লিগের। ১৯ খেলোয়াড় নিয়ে দুইয়ে লা লিগা, ১৪ জন সিরি ‘আ’র। সর্বকালের অন্যতম সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো গত বছর ছিলেন আটে। পর্তুগিজ তারকা এবার নেই সেরা ৫০-এ। সৌদি আরবের আল নাসরে যোগ দেওয়া রোনালদো ৪৩ ধাপ পিছিয়ে নেমে গেছেন ৫১ নম্বরে।