যুবলীগের সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে রাজধানী ঢাকায় কেন্দ্রীয় যুবলীগ আয়োজিত মহাসমাবেশে যোগ দিতে যাচ্ছেন গফরগাঁও উপজেলা যুবলীগের ২০ হাজারের ও বেশি নেতাকর্মী।
স্থানীয় এমপি ফাহমী গোলন্দাজ বাবেলের নেতৃত্বে যুবলীগ নেতাকর্মীরা শুক্রবার সকালে ঢাকামুখী চারটি ট্রেন যোগে কেন্দ্রীয় যুবলীগের মহাসমাবেশে যোগ দিতে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।
যুবলীগের সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে রাজধানী ঢাকায় কেন্দ্রীয় যুবলীগ আয়োজিত মহাসমাবেশে যোগ দিতে যাচ্ছেন গফরগাঁও উপজেলা যুবলীগের ২০ হাজার নেতাকর্মী।
স্থানীয় এমপি ফাহমী গোলন্দাজ বাবেলের নেতৃত্বে যুবলীগ নেতাকর্মীরা শুক্রবার সকালে ঢাকামুখী চারটি ট্রেন যোগে কেন্দ্রীয় যুবলীগের মহাসমাবেশে যোগ দিতে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।
শুক্রবার ভোর থেকেই উপজেলার ১৫ ইউনিয়ন এবং পৌর শহরের ৯ ওয়ার্ড থেকে হাজার হাজার নেতাকর্মী মিছিল নিয়ে গফরগাঁও রেলওয়ে স্টেশন, মশাখালী রেলওয়ে স্টেশন, কাওরাঈদ রেলওয়ে স্টেশনে উপস্থিত হন।
সকাল ৭টার আগেই স্টেশন এলাকাগুলো লোকে লোকারণ্য হয়ে যায়। অধিকাংশ যুবলীগের নেতাকর্মী ঢাকামুখী আন্তঃনগর যমুনা, যাত্রীবাহী কমিউটার, আন্তঃনগর ব্রহ্মপুত্র ও মেইল ট্রেন ভাওয়াল এক্সপ্রেসে বোঝাই হয়ে ঢাকা গেছেন।
অতিরিক্ত ভিড়ের কারণে যারা এই ট্রেনগুলোতে উঠতে পারেননি তারা আন্তঃনগর হাওড় এক্সপ্রেস ট্রেনে ভ্রমণ করে মহাসমাবেশে যোগ দিতে ঢাকা গেছেন।
উপজেলা যুবলীগের আহ্বায়ক এম সালাউদ্দিন পলাশ বলেন, স্থানীয় এমপি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাহমী গোলন্দাজ বাবেলের নেতৃত্বে আমরা ২০ হাজারেরও বেশি নেতাকর্মী ঢাকায় যুব মহাসমাবেশে অংশগ্রহণ করছে।
অংশগ্রহণকারী যুবকদের ট্রেনের টিকিট ভাড়াসহ সব খরচ বহন করছেন ফাহমী গোলন্দাজ বাবেল এমপি ময়মনসিংহ -১০।