ওয়ার্ল্ড নিউজ ২৪ বিডি ডেক্স: আজ ১ অক্টোবর শনিবার ষষ্ঠী পূজার মধ্যদিয়ে নরসিংদীতে শুরু হল বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। উলুধ্বনি, শঙ্খ, ঘণ্টা আর ঢাক-ঢোলের বাদ্যে প্রতিটি মন্ডপে দেবী দুর্গাকে বরণ করে নেওয়া হয়েছে। জমজমাট, অপরুপ সাজে সেজেছে নরসিংদীর প্রতিটি পুজা মন্ডপ।
নরসিংদী জেলায় প্রতি বছরই শত শত মন্ডপে পুজার আয়োজন করা হয়। এবার ও মহা ধুমধামে শুরু হয়েছে দুর্গা পুজা। নরসিংদী জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবু সুব্রত কুমার দাস ও যুগ্ন সাধারণ সম্পাদক তন্ময় দাস তনুর দেয়া তথ্য মতে নরসিংদী জেলায় প্রায় ৩৫৭ টি পুজা মন্ডপে দুর্গা পুজার আয়োজন করা হয়েছে।এর মধ্যে নরসিংদী সদরে ১০৩ টি,শিবপুরে ৭১ টি,বেলাবতে ২২ টি মনোহরদীতে ৫২ টি,রায়পুরাতে ৬২ টি ও পলাশে ৪৬ টি মন্ডপে পুজার আয়োজন করা হয়েছে।
আগের বছরগুলোতে করোনা মহামারির কারণে পূজার আনন্দে ছিল অনেকটাই ফিকে। তবে সেই বিবর্ণ সময় পেরিয়ে এবার দুর্গোৎসব জমজমাট আয়োজন হয়েছে। বাহারি বর্নিল সাজে সাজানো হয়েছে প্রতিটি মন্ডপকে। নরসিংদী শহরের উল্লেখযোগ্য মন্ডপ গুলো সেবা সংঘ মন্দির, বাকবিতান ক্লাব, মহামায়া সংসদ, জনপ্রিয় ক্লাব, বৌয়াকুড় দুর্গাবাড়ী, জনপ্রিয় ক্লাব,শীতলা বাড়ি,শ্রী শ্রী দুর্গা বাড়ী ব্রাক্ষ্মন্দী সার্বজনীন দুর্গোৎসব, বীরপুর সার্বজনীন দুর্গোৎসব সহ প্রতিটি মন্ডপে জাক ঝমক ভাবে আয়োজন করা হয়েছে দুর্গা পুজা।
দুর্গা পুজার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ প্রশাসনের সার্বিক নজরদারি রয়েছে। প্রতিটি মন্ডপেই বসানো হয়েছে সিসি ক্যামেরা। জরুরী সেবার জন্য সার্বক্ষণিক নিয়োজিত আছে জরুরী সেবা টিম। প্রতিটি মন্ডপে নিয়োজিত পুলিশ ও আনসার বাহিনী।পাশাপাশি সার্বক্ষনিক দায়িত্ব পালন করছেন সেচ্ছাসেবক টিম। সার্বক্ষণিক টহলে নিয়োজিত আছে পুলিশ, র্যাব ও বিজিবির স্পেশাল টিম।যেকোন ধরনের অপ্রতিকর ঘটনা মোকাবেলায় সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে পুলিশ প্রশাসন।
নরসিংদীর মানুষ বরাবরই অসাম্প্রদায়িক চেত্নায় বিশ্বাসী, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনের সহিত মিলে মিশে বসবাস করে। ধর্মীয় অনুষ্ঠান গুলোতে সবাই একসাথে আনন্দ করে। হিন্দু ধর্মাবলম্বীদের সবচাইতে বড় ধর্মীয় উৎসব দুর্গা পুজাতেও উৎসবের আমেজ বিরাজ করে সবার মধ্যে।সকল ধর্মের মানুষেরা মন্ডপে মন্ডপে ঘুরে পুজার আয়োজন উপভোগ করে। ধর্ম যার যার উৎসব সবার। বিভিন্ন ধর্মীয় উৎসবের পাশাপাশি দুর্গাপূজা দেশের জনগণের মাঝে পারস্পরিক সহমর্মিতা ও ঐক্য সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শারদীয় দুর্গোৎসব সত্য-সুন্দর অসাম্প্রদায়িক চেতনায় সৌহার্দপূর্ণ সম্পর্কের বন্ধন অটুট থাকুক সবার মধ্যে।
দুর্গা শব্দের অর্থ হলো ব্যূহ বা আবদ্ব স্থান। যা কিছু দুঃখ কষ্ট মানুষকে আবদ্ধ করে, যেমন বাধাবিঘ্ন , ভয় দুঃখ, শোক ,জ্বালা ,যন্ত্রনা এসব থেকে তিনি ভক্তকে রক্ষা করেন। শাস্ত্রকাররা দুর্গার নামে অন্য একটি অর্থ করেছেন। দুঃখের দ্বারা যাকে লাভ করা যায় তিনিই দুর্গা। দেবী দুঃখ দিয়ে মানুষের সহ্যক্ষমতা পরীক্ষা করেন। তখন মানুষ অস্থির না হয়ে তাঁকে ডাকলেই তিনি তার কষ্ট দূর করেন। সকল অন্যায় অনাচার দুর করে সাম্প্রদায়িক বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাক।
ওয়ার্ল্ড নিউজ ২৪ বিডি ডেক্স