“করলে জাটকা সংরক্ষণ বাড়বে ইলিশের উৎপাদন”এই স্লোগানকে সামনে রেখে, ফরিদপুরের চরভদ্রাসনে জাতীয় জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৩ উপলক্ষে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১এপ্রিল) থেকে ৬ই এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত জাটকা সংরক্ষণ সপ্তাহ পালন করা হবে।
জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৩ উপলক্ষে ফরিদপুর জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে ১লাএপ্রিল শনিবার বেলা ১২টায় চরভদ্রাসন উপজেলা হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল চন্দ্র দাসের সভাপতিতে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুরের পুলিশ সুপার মোঃ শাজাহান পিপিএম সেবা, জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার, চরভদ্রাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কাউসার হোসেন, চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির এপা।
এ সময় সভায় অন্যদের মধ্য বক্তব্য দেন, চরভদ্রাসন সদর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আজাদ খান, বীর মুক্তিযোদ্ধা ফখরুজ্জামান, মৎস্যজীবী সমিতির সভাপতি কাসেম মোল্লা।
সার্বিকভাবে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চরভদ্রাসন উপজেলা মৎস্য অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান।
এর আগে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদযাপন উপলক্ষে সকাল ১১ টায় গোপালপুর লঞ্চঘাট থেকে একটি বর্ণাঢ্য রেলি বের হয়ে নৌবহর নিয়ে ৫ কিলোমিটার অতিক্রম করে আবার গোপালপুর ঘাটে এসে শেষ হয়।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, বীর মুক্তিযোদ্ধা, মৎস্যজীবী প্রতিনিধি , মৎস্য ব্যবসায়ী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে, মুজিবুর রহমান নিক্সন চৌধুরী বলেন, সঠিকভাবে ঝটকা সংরক্ষণ করলে শুধু ইলিশ মাছ থেকে বছরে ২৮ হাজার কোটি টাকা আয় করা সম্ভব। শুধু সচেতনতাই পারে এই বিপুল সম্ভাবনাময় অর্থনীতির দুয়ার উন্মোচন করতে।