ওয়ার্ল্ড নিউজ ২৪ বিডি ডেক্সঃ নরসিংদী জেলার পলাশে অপরাধীদের গ্রেফতার করতে অব্যাহত পুলিশ অভিযান।
এস আই আরিফ খান এর নেতৃত্বে, এ এস আই আসাদ মিয়া ও এ এস আই খাইরুল মিয়া সহ পলাশ থানা পুলিশের একটি চৌকস ফোর্স, পলাশ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করেছেন ৯ জন অপরাধীকে ।
পলাশ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইলিয়াস জানান পলাশ থানার চিহ্নিত অপরাধীদের আইনের আওতায় আনতে পলাশ থানার পুলিশ থানার আওতাধীন প্রতিটি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করছেন, শান্তি, শৃঙ্খলা উন্নয়ন,জান মালের নিরাপত্তার সার্থে এই অভিযান অব্যাহত থাকবে।
পলাশ থানা পুলিশ কর্তৃক গ্রেফতারকৃতদের মধ্যে ওয়ারেন্ট মুলে ০৩ জন। ফোজদারী কার্যবিধি আইনের ১৫১ ধারা মোতাবেক ০৫ জন। পুলিশ আইনের ৩৪ ধারা মোতাবেক ০১ জন আসামী গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীরা হলেন ১। ফরিদ মিয়া পিতা-খয়রাত হোসেন সাং-সরকারচর ২। ফরিদ মিয়া(৪৩) পিতা-মৃত শামসুদ্দিন সাং-ইসলাম পাড়া ৩। উজ্জল চন্দ্র দাস পিতা-চন্ডীচরন দাস সাং-ঘোড়াশাল চরপাড়া ঘোড়াশাল ৪। আহম্মদ আলী দুদু (৩৫) পিতা-আবুল কাসেম সাং-খাসহাওলা ৫। জনি মিয়া (২৭) পিতা-মো: কাজল মিয়া সাং-দক্ষিন দেওড়া ৬। ইসমাইল (৪০) পিতা-মৃত সামাদ মিয়া সাং-সরকারচর ৭। সাহাবউদ্দিন (৩০) পিতা-মোহাম্মদ আলী মিয়া সাং-দক্ষিন দেওড়া সর্ব ৮। তৌহিদ মিয়া (৩০) পিতা-মোক্তার হোসেন সাং-সৈয়দেরখোলা থানা-শিবপুর ৯। সাগর হোসেন (১৮) পিতা-মৃত আসলাম হোসেন সাং-পলাশ চরপাড়া।
আসামীদের গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরন করেন পলাশ থানা পুলিশ। পলাশ থানা পুলিশের অপরাধ ধমনমুলক এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
ওয়ার্ল্ড নিউজ ২৪ বিডি ডেক্স