ওয়ার্ল্ড নিউজ ২৪ বিডি ডেক্সঃ পলাশ থানা পুলিশ কর্তৃক ৪০ লিটার দেশীয় চোলাইমদ সহ একজন মাদক কারবারি গ্রেফতার করা হয়েছে। এছাড়া তার কাছ থেকে মদ তৈরীর ১০ কেজি উপরকণ গুড় উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত মাদক কারবারি নিজেই মদ তৈরী করত ও এলাকায় বিক্রি করত।
পলাশ থানার এসআই মো: আরিফ খান, এসআই মো: ইছমাইল হোসেন ও তাদের সঙ্গে থাকা ফোর্স পলাশ থানা পুলিশ গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন দিপ্ত চন্দ্র নামে এক মাদক কারবারি দীর্ঘদিন যাবত গোপনে দেশীয় চোলাই মদ তৈরী করে। এলাকায় দীর্ঘদিন যাবত তার তৈরী দেশীয় মদ বিক্রি করত। এলাকাবাসী জানান এলাকার উঠতি যুব সমাজ সহ বিভিন্ন শ্রেনীর মানুষ তার এই মদ খেয়ে ধংসের পথে।
পলাশ থানার এস আই মোঃ আরিফ খান, এস আই মোঃ ইসমাইল হোসেন ও তাদের সঙে থাকা অন্যান্য পুলিশ সদস্যের মিলিত একটি ফোর্স গোপনে অভিযান চালিয়ে গ্রেফতার করে দিপ্ত চন্দ্র নামে ঐ মাদক কারবারি কে। তখন তার কাছ থেকে প্রায় ৪০ লিটার দেশীয় মদ ও ১০ কেজি মদ তৈরীর উপকরণ উদ্ধার করে।
পলাশ থানা পুলিশের দেয়া তথ্য মতে দিপ্ত চন্দ্র দত্ত পলাশ থানার আওতাধীন গজারিয়া গ্রামের মৃত বাবুল চন্দ্র দত্তের ছেলে। সে নিজেই গোপনে দেশীয় চোলাই মদ তৈরী ও বিক্রি করত।
এছাড়াও পলাশ থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে আরো ২ জন কে গ্রেফাতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের অদ্য ১৫ অক্টোবর বিজ্ঞ আদালতে সোপর্দ করে । পলাশ থানা পুলিশের এধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে পলাশ থানা পুলিশ।
ওয়ার্ল্ড নিউজ ২৪ বিডি