ওয়ার্ল্ড নিউজ ২৪ বিডি ডেক্সঃ নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নে অভিযান চালিয়ে ইমাম হাসান ফাহাদ নামের এক যুবককে আটক করেছে র্যাব এসময় তার কাছ থেকে ১০ বোতল বিদেশী মদ জব্দ করা হয়।
শনিবার রাতে দেওটি ইউনিয়নের কাড়িহাটি পূর্ব বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত ইমাম হাসান ফাহাদ সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউনিয়নের ভাওরকোট গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।
সে মাদক ব্যবসার পাশাপাশি কিশোর গ্যাংসহ বিভিন্ন সন্ত্রাসীমূলক কর্ম-কান্ডের সাথে জড়িত।
র্যাব জানায়, ইমাম হাসান ফাহাদ আর্থিকভাবে লাভোবান হওয়ার লক্ষ্যে দীর্ঘদিন ধরে ফেনী ও কুমিল্লা জেলা থেকে বিদেশী মাদক সহ বিভিন্ন ব্যান্ডের মদ পাইকারি ক্রয় করতো। পরবর্তীতে নোয়াখালীর বিভিন্ন স্থানে ওই মদগুলো খুচরা মূল্যে সে বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে মদসহ তার অবস্থান শনাক্ত করে কাড়িহাটি পূর্ব বাজার থেকে তাকে আটক করা হয়। এসময় তার জিম্মায় থাকা ১০ বোতল বিদেশী মদ জব্দ করা হয়।
র্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানী কমান্ডার মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত আসামির বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।এর আগেও একাধিক ঘটনায় তার বিরুদ্ধে থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। থানার মাধ্যমে রোববার সকালে তাকে বিচারিক আদালতে প্রেরণ করা হয়েছে।
ওয়ার্ল্ড নিউজ ২৪ বিডি ডেক্স