নরসিংদীর হাজিপুরে ফেসবুকে পোস্ট দিয়ে নিজের বাসায় ফ্যানের সাথে ঝুলে আত্নহত্যা করেছেন নরসিংদীর সনামধন্য মডেল কলেজের রসায়নের শিক্ষক আব্দুল্লাহ আলি।গতকাল বুধবার রাত আনুমানিক নয়টার দিকে হাজিপুরে নিজ বাসাই তিনি আত্নহত্যা করেন।
ঘটনাস্থল পরিদর্শন করে জানা গেছে, আব্দুল্লাহ আলি আত্নহত্যার কিছু সময় আগে তার ফেসবুকে পোস্ট দেন “I am destroying myself” তার পর তিনি নিজ বাসার ফ্যানে ঝুলে আত্নহত্যা করেন। অনেক সময় যাবত দরজা বন্ধ পেলে তার পরিবারের লোকজন ও প্রতিবেশীরা অনেক চেস্টার পর দরজা ভেংগে ভিতরে প্রবেশ করেন।ভিতরে প্রবেশের পর সবাই তার ঝুলন্ত মরদেহ দেখতে পান।তারপর পুলিশে জানানো হলে পুলিশ এসে লাশ নামানোর পর ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। এই ঘটনায় পুলিশ তার এক ছাত্রীকে তাদের হেফাজতে নিয়ে যান।
এলাকা বাসীর দেয়া তথ্যমতে আব্দুল্লাহ আলীর সাথে তার ঐ ছাত্রীর প্রেমের সম্পর্ক ছিল।তার এই প্রেমের সম্পর্কের পারিবারিক কলহের কারনে তিনি আত্নহত্যার করেন। আব্দুল্লাহ আলী হাজিপুর নিবাসী মাওলানা আবুতাহের মিয়া ছেলে। আব্দুল্লাহ আলীর এক ছেলের বাবা ও তার স্ত্রী অন্তসত্তা। এই ঘটনায় তার পরিবার ও এলাকায় শোকের মাতম চলছে। কাল রাত থেকেই তার বাড়িতে এলাকার লোকজন, তার ছাত্র ছাত্রী বৃন্দ ভীর জমাচ্ছেন।
তার কলেজে খোজ নিয়ে জানা গেছে আব্দুল্লাহ আলী দীর্ঘ দিন যাবত নরসিংদী মডেল কলেজে রসায়ন বিষয়ে শিক্ষকতা করতেছিলেন। মডেল কলেজের স্যার শিক্ষার্থী বৃন্দ সবার চোখে আব্দুল্লাহ আলী ছিলেন একজন সদা হাস্যোজ্বল এক তরুন মেধাবী শিক্ষক।