বিট পুলিশ বাড়ি বাড়ি নিরাপদ সমাজ গড়ি প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল ২২/০৩/২০২৩ ইং তারিখ রোজ বুধবার নগরকান্দা থানা পুলিশ কতৃক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়, নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ মিরাজ হোসেনের সভাপতিত্বে উক্ত সভাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শাহজাহান, পিপিএম, পুলিশ সুপার, ফরিদপুর। এসময় পুলিশ সুপার, ফরিদপুরকে ফুল দিয়ে বরন করে নেন নগরকান্দা উপজেলার বিভিন্ন মহল। উক্ত উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মনিরুজ্জামান সরদার, চেয়ারম্যান, নগরকান্দা উপজেলা পরিষদ, ফরিদপুর। মোহাম্মাদ ইমদাদ হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অর্থ, ফরিদপুর।
সনিয়া সেন জিসা, সহকারী কমিশনার, ভূমি, নগরকান্দা, ফরিদপুর। মোঃ বেলায়েত হোসেন, সাধারণ সম্পাদক, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগ। শেখ মোঃ আব্দুল্লাহ বিন কালাম, অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম এন্ড অপারেশন, ফরিদপুর। মোঃ আসাদুজ্জামান শাকিল, সহকারী পুলিশ সুপার, নগরকান্দা সার্কেল, ফরিদপুর।
নগরকান্দা পৌরসভার মেয়র নিমাই চন্দ্র, নগরকান্দা উপজেলাধীন সকল ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান এবং সদস্যবৃন্দ। উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা প্রেসক্লাব এবং নগরকান্দা মডেল প্রেসক্লাবের সাংবাদিক বিন্দু।
সভায় পুলিশ সুপার বলেন মাদক, জুয়া, জঙ্গিবাদ, ইভটিজিং, বাল্যবিবাহ, সন্ত্রাসী, কিশোর গ্যাং, নারী নির্যাতন, সাইবার ক্রাইমসহকারে বিভিন্ন সামাজিক অবক্ষয় রোধে পুলিশের পাশাপাশি স্থানীয়দের সোচ্চার হয়ে কাধে কাধ মিলিয়ে এগুলো সমাজ থেকে নির্মুল করতে হবে।
ওয়ার্ল্ড নিউজ ২৪ বিডি ডেক্স