বগুড়ার ধুনটে সনাতন ধর্মাবলম্বীর আসন্ন শারদীয় দুর্গা উৎসব সুষ্ঠু সুন্দর ও নির্বিঘ্নে পালন করার উদ্দেশ্যে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিকেলে মুজিব চত্বরে উপজেলা প্রশাসন আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুনট শেরপুরের মাননীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত এর সভাপতিত্বে সম্প্রীতি সমাবেশ বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন অফিসার ইনচার্জ রবিউল ইসলাম।
উপজেলা সহকারী শিক্ষা অফিসার অরুণ দেবনাথের সঞ্চালনায় সমাবেশে আরও পৌর মেয়র এ জি এম বাদশাহ্, উপজেলা ভাইস-চেয়ারম্যান্যান মহসীন আলম মহিলা ভাইস চেয়ারম্যান পপি রানী পোদ্দার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি টি আই এন নুরুন্নবী তারিক,সহ সভাপতি গোলাম সোবহান,সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খাঁন শরিফ, সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা এস এম ফেরদৌস আলম, মথুরাপুর ইউ পি চেয়ারম্যান হাসান আহমেদ জেমস মল্লিক, মুফতি মোহাম্মদ খোরশেদ আলম আদিবাসী ফোরামের সভাপতি বাবু স্বপন কুমার, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের ধুনট উপজেলার সভাপতি বিনয় কুমার, বাজার মসজিদের ইমাম আরিফুল্লাহ, এনজিও কর্মী বাবু জ্বগ্গেস্বর ইমাম মোয়াজ্জেম সমিতির সভাপতি ক্বারী আবু সুফিয়ান
সমাবেশে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নুরুল আমিন, উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ অধ্যাপক আনিসুর রহমান,সিরাজুল হক লিটন, ইউ পি চেয়ারম্যান এস এম মাসুদ রানা, তোজাম্মেল হক, সোনিতা নাসরিন, মাসুদুল হক বাচ্চু, জুয়েল রানা,শিপন আহমেদ,আনোয়ার হোসেন, বেলাল হোসেন বাবু উপজেলা নির্বাচন অফিসার মোকাদ্দেস আলী প্রমুখ।