সৌদি আরবের প্রথম একাদশ
মহম্মদ আল ওয়েস, হাসান আলতাবাখতি, আব্দুলেলা আল-আমরি, আলি আল-বুলাহি, ইয়াসির আল-শাহরানি, মহম্মদ কানো, আব্দুলেলা আল মালকি, ফিরাস আল-ব্রিকা, সালেম আল-দাওয়াসারি, সলমন আল-ফারাজ, সালেহ আল-শেহরি।
তিন পরিবর্তন…
আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি এক সঙ্গে তিনটি পরিবর্তন করলেন। লিয়ান্দ্রো পারেদেস, ক্রিশ্চিয়ান রোমেরো, আলেজান্দ্রো গোমেজের জায়গায় এনজো, লিজান্দ্রো, জুলিয়ান।
দ্বিতীয়ার্ধে নতুন উদ্যম…
ম্যাচের ১০ মিনিটে মেসির পেনাল্টি গোলে এগিয়ে ছিল আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতা ফেরাল সৌদি আরব। ম্যাচের একমাত্র সুযোগ তৈরি করল তারা। তাতেই গোল। ক্রিশ্চিয়ান রোমেরোকে পরাস্থ করে গোলে শট সালেহ আল-শেহরির। কয়েক মিনিটের ব্য়বধানে দ্বিতীয় গোল সৌদি আরবের। এ বার সালেম আল-দাওয়াসারির গোল।
৫ মিনিট…
প্রথমার্ধে ৫ মিনিট অ্যাডেড টাইম।
গোল…অফ সাইড
লাউতারো মার্টিনেজের গোলে ব্য়বধান বাড়িয়েছিল আর্জেন্টিনা। যদিও ভিএআরে গোল বাতিল হয় অফসাইডের কারণে। মেসির একমাত্র গোলে আর্জেন্টিনা ১-০ এগিয়ে।
অফ সাইড…
আর্জেন্টিনা মিডফিল্ডে আরও একটি অনবদ্য মুভ। মেসি বল পায়ে এগোলেন, গোলে বলও জড়ালেন। যদিও সহকারী রেফারি অফ সাইডের পতাকা তুলে দাঁড়িয়ে…
পেনাল্টি…
লিয়ান্দ্রো পারেদেসকে বক্সের মধ্যে ফাউল। ভিএআরে চেক করে আর্জেন্টিনাকে পেনাল্টি রেফারির। লিও মেসি প্রস্তুত এবং গোল।
শুরুতেই সুযোগ
ডি মারিয়ার পাস, মেসির বাঁ পায়ের শট, কোনও রকমে গোল বাঁচালেন সৌদি আরব গোলরক্ষক মহম্মদ আল ওয়েস।
কাউন্টডাউন শেষ…
কেরিয়ারের শেষ বিশ্বকাপ। কাতারে স্বপ্ন তাড়ার অভিযান শুরু লিওনেল মেসির।
সৌদি আরবের ওয়ার্ম আপ শেষ
সৌদি আরবের ওয়ার্ম আপ শেষ। আপাতত মাঠ ছাড়লেন তাদের ফুটবলাররা। মেসির আর্জেন্টিনা এখনও ওয়ার্ম আপে।