✔️ কষ্টের সময় কেউ কেউ আল্লাহ্’র উপর ভরসা করে ধৈর্য ধারণ করেন।
✖️ কষ্টের সময় কেউ কেউ আল্লাহ্’র উপর ভরসা করতে পারে না, ধৈর্য ধারণ করতে পারে না; অবশেষে আত্মহত্যা করে।
✖️ কষ্টের সময় কেউ কেউ চির জাহান্নামী হবার ভয়ে আত্মহত্যা করে না ঠিকই, কিন্তু আল্লাহ্’র কাছে নিজের মৃত্যু কামনা করে।
আত্মহত্যাকারী তো চির জাহান্নামী হবেই কিন্তু আত্মহত্যা না করেও, যে নিজের মৃত্যু কামনা করবে সেও গুনাহগার হবে। উত্তম সেই ব্যক্তি যে সব পরিস্থিতিতে আল্লাহ্’র উপর ভরসা রাখেন, ধৈর্যশীল হওয়ার জন্য আল্লাহ্’র কাছে দু’আ করেন এবং বিপদে পড়লে ধৈর্য ধারণ করেন।
হযরত আনাস ইবন মালিক (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন: আল্লাহ্’র রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:
তোমাদের কেউ যেন কোন কষ্টের কারণে মৃত্যুর জন্য দু’আ না করে; বরং সে যেন এরূপ দু’আ করে:
“ হে আল্লাহ্! আমাকে ততদিন জীবিত রাখুন, যতদিন জীবিত থাকা আমার জন্য ভালো হয় এবং আমাকে তখন মৃত্যু দিন, যখন তা আমার জন্য মঙ্গলময় হবে। ”
(সহিহ আবু দাউদ, হাদীস নং: ৩০৯৪)
হযরত আনাস ইবন মালিক (রা.) থেকে বর্ণিত। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:
তোমাদের কেউ যেন মৃত্যুর কামনা না করে। অতঃপর পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে।
(সহিহ আবু দাউদ, হাদীস নং: ৩০৯৫)
বিপদে পতিত হলে কিছু মানুষকে বলতে শোনা যায়, আল্লাহ্ যেন তাকে মৃত্যু দান করেন। এমনটা বলা মোটেও উচিত নয়। আল্লাহ্ যখন চাইবেন তখনই আমাদের মৃত্যু হবে। তাই নিজের মৃত্যু কামনা করা থেকে বিরত থাকুন।
দুনিয়া হলো পরীক্ষা দেওয়ার স্থান। শুধুমাত্র আল্লাহ্’র উপর ভরসা করে দুঃখ – কষ্ট গুলো ধৈর্য ধরে কাটিয়ে উঠতে হবে। আর জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ্’র সাহায্য সকল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার চেষ্টা করতে হবে। কিন্তু পরীক্ষায় অকৃতকার্য হলে জাহান্নামে যেতেই হবে। তাই আল্লাহ্’র কাছে নিজের মৃত্যু কামনা না করে, বরং আল্লাহ্’র কাছে ধৈর্য ধারণ করার জন্য এবং যতদিন বেঁচে আছি ততদিন আল্লাহ্’র পথে চলার জন্য সবসময় দু’আ করতে হবে।
হে আল্লাহ্ আমাকে সেই জিনিস গুলোতে আকৃষ্ট করো না যা আমাকে তোমার সন্তুষ্টি অর্জনে বাঁধা দেয়। হে আল্লাহ্ যতদিন বেঁচে থাকা আমার জন্য মঙ্গলময়, ততদিন আমাকে তোমার পথে বাঁচিয়ে রাখো এবং যখন আমার মৃত্যু হলে ভালো হবে, তখন তুমি আমাকে পবিত্র মৃত্যু দান করো।
হে আল্লাহ্! আমি বেঁচে থাকতে যেন সারাজীবন তোমার পথে চলতে পারি এবং মৃত্যুর সময় যেন প্রকৃত ঈমান নিয়ে তোমার প্রিয় বান্দা হিসাবে মরতে পারি।