ওয়ার্ল্ড নিউজ ২৪ বিডি ডেক্সঃ জলঢাকার কৈমারী ইউনিয়ন পরিষদের নতুন নিয়োগপ্রাপ্ত দফাদারের নিয়োগ পক্রিয়ার বিরুদ্ধে সহকারী জজ আদালতে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করেছে গত ৩০-১২-২০২২ ইং তারিখে অবসরপ্রাপ্ত দফাদার নারায়ন চন্দ্র রায়ের পুত্র উত্তম কুমার (২৮)।
অভিযোগে তিনি উল্লেখ করেন গত ০৮-০৯-২০২২ ইং তারিখে নিয়োগ কর্তৃপক্ষ গোপনে বিজ্ঞপ্তি প্রকাশ করেন যা ইউনিয়ন পরিষদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের নোটিশ বোর্ডে লাগানো হয়নি।
ফলে উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউপি সচিব ও চেয়ারম্যান গোপনে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেন।
বাদী গত ০৩-১১-২০২২ ইং তারিখে জানতে পেরে বিজ্ঞপ্তি সংগ্রহ করে দেখতে পান তাতে শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি পাশ ও ১ হাজার টাকার অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট/পে অর্ডারের কথা নির্দেশনায় রয়েছে যা বর্তমানে প্রচলিত বিধি বহির্ভূত।
উপায় না পেয়ে দেওয়ানী কার্যবিধি ৩৯ নিয়ম ১ মতে মূল মামলা নিষ্পপ্তি না হওয়া পর্যন্ত কর্তৃপক্ষ যাতে কাউকে নিয়োগ দিতে না পারেন সেজন্য গত ০৯/১১/২২ তারিখে নীলফামারী সহকারী জজ আদালতে অস্থায়ী নিষেধাজ্ঞার অভিযোগ করেন উত্তম কুমার। যার নং অন্য ২৪৬/২২
ওয়ার্ল্ড নিউজ ২৪ বিডি ডেক্স