“উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ” স্লোগানে ১০ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ডিজিটাল মেলা। আধুনিকতায় ছুঁয়ে গেছে দেশ সেবা পাচ্ছে ঘড়ে বসে জনগন।
বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মানজুরা মুশাররফ এর সভাপতিত্বে চারঘাট রিপোটার্স ইউনিটির সভাপতি ওবায়দুল ইসলাম রবি, সিনিয়ির সহ-সভাপতি খোরশেদ আলম, সম্পাদক আতিকুর রহমান, যুগ্ম-সম্পাদক সুজন এবং সাংগঠনিক সম্পাদক জিনারুল হক। উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজ্জামেল হক, সম্পাদক বাবর সরকার এবং রিপোটার্স ইউনিটির সভাপতি কামরুজ্জামান, সম্পাদক আবুল কালাম আজাদসহ অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বর্তমান সরকারের যুগান্তকারী উন্নয়নে দেশের মানুষ আজ আধুনিক সেবা পাচ্ছে। সুবিধাভোগীরা তাদের প্রাপ্তি নিজেই গ্রহন করছে। দেশকে অরো উত্তর উত্তর উন্নয়নের লক্ষে উপজেলায় ডিজিটাল উদ্ভানী মেলা-২০২২ এর আয়োজন করা হয়েছে। যা থেকে স্থানীয় সকল স্তরের মানুষ তাদের সেবা নিশ্চিত করতে পারবে। এই মেলা উপলক্ষে আগামী ১০ নভেম্বর একটি র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করেছেন উপজেলার নির্বাহী অীফসার (ভারপ্রাপ্ত) মানজুরা মুশাররফ।