১৬ নভেম্বর রোজ বুধবার সকালে ময়মনসিংহের শেরপুরে জেলা প্রশাসন, শেরপুর এর আয়োজনে ২ দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ এর শুভ উদ্বোধন করা হয়।
সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালী শহর প্রদক্ষিণ শেষে ডিসি উদ্যানের বিজয় মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১৬-১৭ নভেম্বর দুইদিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহান জাতীয় সংসদের মাননীয় হুইপ, বীর মুক্তিযোদ্ধা জনাব মো: আতিউর রহমান আতিক এমপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক, শেরপুর জনাব সাহেলা আক্তার। এরপর ডিজিটাল বাংলাদেশ হতে স্মার্ট বাংলাদেশ ও চতুর্থ শিল্প বিপ্লব বিষয়ে সেমিনার আয়োজিত হয়। প্রধান অতিথি, অতিথিবৃন্দ ও সভাপতি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।