ওয়ার্ল্ড নিউজ ২৪ বিডি ডেক্স: জয়পুরহাট তিন’শ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার ভোর রাতে শহরের পূর্ব বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। জয়পুরহাট গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন দিনাজপুরের হাকিমপুর উপজেলার দক্ষিন রামচন্দ্রপুর গ্রামের সামছুদ্দিন মন্ডলের ছেলে আনোয়ার হোসেন(৩৮), দা্মউদপুর খুলুপাড়া গ্রামের ওয়াহেদুলের ছেলে আরাফাত (২২)।
(ওসি) শাহেদ আল মামুন জানান, জয়পুরহাট শহরের পূর্ব বাজার এলাকায় মাদক কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদ আসে ডিবির কাছে। এমন সংবাদে ডিবি পুলিশের একটি অভিযানিক দল সে এলাকার একটি বাড়িতে অভিযান চালায়। এ সময় তিন’শ পিস ইয়াবা ট্যাবলেটসহ আনোয়ার ও আরাফাতকে হাতেনাতে আটক করে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
ওয়ার্ল্ড নিউজ ২৪ বিডি ডেক্স