ওয়ার্ল্ড নিউজ ২৪ বিডি ডেক্সঃ গত বুধবার দিবাগত রাতে রাজধানীর “সিরাজ-খালেদা মেমোরিয়াল ক্যানটনম্যান বোড জেনারেল হসপিটাল” এ চিকিৎসাধীন অবস্থায় ওয়ার্ল্ড নিউজ ২৪ বিডির চীফ এডিটর – লুৎফর রহমান খন্দকারের বাবা মোঃ মজিবুর রহমান খন্দকার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বৃহসপতিবার বাদ আসর গ্রামঃ লাউকরা, (খন্দকার বাড়ী) পোস্টঃ হাটিলা টংগিরপাড়, উপজেলাঃ হাজিগঞ্জ, জেলাঃ চাঁদপুর এর নিজ গ্রামে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। এরপর পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।
ওয়ার্ল্ড নিউজ ২৪ বিডির চীফ এডিটরের বাবা মোঃ মজিবুর রহমান খন্দকারের মৃত্যুতে ওয়ার্ল্ড নিউজ ২৪ বিডি পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। প্রকাশক, সাংবাদিক ও উপদেষ্টা মহোদয় এক বিবৃতিতে ওয়ার্ল্ড নিউজ ২৪ বিডির চীফ এডিটর জনাব, মোঃ লুৎফর রহমান খন্দকারের পিতার আত্মার মাগফিরাত কামনা করে শোক জানিয়েছেন। বিবৃতিতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।
জানা গেছে, ওয়ার্ল্ড নিউজ ২৪ বিডির চীফ এডিটর মোঃ লুৎফর রহমান খন্দকারের বাবা মোঃ মজিবুর রহমান খন্দকার স্ট্রোক করে স্থানীয় হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাছাড়াও তার শারীরিক কিছু সমস্যা ছিল। মোঃ মজিবুর রহমান খন্দকার কর্মজীবনে বাংলাদেশের স্বনামধন্য কোল্ড স্টোরের জেনারেল ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। মৃত্যুকালে তিনি তার চার ছেলে এবং এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার বাবার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ওয়ার্ল্ড নিউজ ২৪ বিডির প্রকাশক জনাব মাহমুদুর রহমান পায়েল।
এর আগে মীরপুরের জনতা হাইজিং এর স্থানীয় মসজিদে ওয়ার্ল্ড নিউজ ২৪ বিডির উপদেষ্টা মোঃ খলিলুর রহমান আজাদ মহোদয় এর নেতৃত্বে ওয়ার্ল্ড নিউজ ২৪ বিডির চীফ এডিটর লুৎফর রহমান খন্দকারের বাবার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আগামী শনিবার বাদ যোহর নিজ গ্রামের স্থানীয় মসজিদে মরহুমের রুহের মাগফেরাত কামনা করা এবং নিজ বািড়তে মিলাদ ও কুলখানির আয়োজন করা হয়েছে। আপনারা সবাই আমন্ত্রিত।
ওয়ার্ল্ড নিউজ ২৪ বিডি ডেক্স
Allah paker kase dua kori unake jeno Jannat dan koren.Amin