চাঁদপুর প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক – সমকালের চাঁদপুর প্রতিনিধি ইকবাল হোসেন পাটওয়ারী ও দীপ্ত টিভির চাঁদপুর প্রতিনিধি ইব্রাহীম রনি বিরুদ্ধে রাষ্ট্রের সর্বোচ্চ আদালত থেকে গৃহীত বালুখেকো সেলিম চোরের রিভিশন মামলা আজ খারিজ করে দিয়েছে আদালত,নিম্ন আদালতের রায় বহাল রেখে রিভিশন মামলাটি না মঞ্জুরের মাধ্যমে খারিজ করা হয়েছে বলে জানা যায়।
আদালতের প্রতি সম্মান রেখে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে এডভোকেট জহিরুল ইসলাম ও কিরণ ভাইসহ যে সকল আইনজীবীগণ অত্র মামলা সহযোগিতা করেছেন।
আর ঘৃণাও ধিক্কার জানাই সেই সকল সহকর্মীদের যারা এই ঘৃণিত ব্যক্তির পক্ষে, গোপনে ও প্রকাশ্যে- সাংবাদিকতা এই মহৎ পেশাকে প্রশ্নবিদ্ধ করে দুর্নীতিবাজ,বালুখেকো চোরের পক্ষ নিয়ে কাজ করেছেন।