চরভদ্রাসন উপজেলায় (২৮শে মার্চ ) মঙ্গলবার সকাল ১২টায় উপজেলার সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপা এর সভাপতিত্বে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ কাওছার।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম ,
সহকারী কমিশনার ভূমি খায়রুল ইসলাম,চরভদ্রাসন স্বাস্থ্য কমপ্লেক্সের প প কর্মকর্তা ডাঃ হাফিজুর রহমান, চরভদ্রাসন থানার উপ পরিদর্শক মোঃ কামরুল ইসলাম , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম মাহমুদুল হক টিটু,
গাজীরটেক ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী, চরভদ্রাসন ইউপি চেয়ারম্যান আজাদ খান হরিরামপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর বেপারী, ঝাউকান্দা ইউপি চেয়ারম্যান বদরউদ্দিন মৃধা,চর হাজিগঞ্জ হাট বাজার বনিক সমিতির সভাপতি কবিরুল আলম, বীর মুক্তিযোদ্ধা ফখরুজ্জামান,
আওয়ামী লীগ নেতা আনোয়ার আলী মোল্লা, সাংবাদিক মেজবাহ উদ্দিন ও সাংবাদিক আবুল কালাম প্রমুখ ।
বক্তারা চরভদ্রাসনে আইনশৃঙ্খলা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। এ সময় সভার সভাপতি তানজিলা কবির এপা, বলেন উপজেলার হাট বাজার গুলিতে
বাজার মনিটরিং কমিটির গঠন করা হয়েছে রোজা ও ঈদ উপলক্ষে নিয়মিত মনিটরিং করার নির্দেশ দিয়ে বলেন যাতে নিত্যপূর্ণ দ্রব্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে,
অসাধু ব্যবসায়ীরা যাতে জনগণের পকেট কাটতে না পারে সেদিকে খেয়াল রাখবেন।
উপজেলার বিভিন্ন পয়েন্ট রাস্তার উপর বালু রেখে বিক্রি করা হচ্ছে দ্রুত তাদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে।
তাছাড়া অবৈধ ড্রেজার মাদক কারবারি,
রমজানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি রোধে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান।