ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার হাজিগঞ্জ বাজারে রতন কর্মকার তার ছেলে অংকন কর্মকার এবং স্ত্রী অঞ্জনা কর্মকারের ওপর তার বাড়ির সামনে মঙ্গলবার সকালে হামলা ভাঙচুর ও দা দিয়ে কুপিয়েছে সাত্তার মোল্লা নামে এক প্রভাবশালী ও তার সাঙ্গোপাঙ্গরা।
প্রত্যক্ষর্দশীরা জানায়, হাজিগঞ্জ বাজারে ঢোকার প্রবেশ পথেই ১.৫ শতক জায়গা কিনে ২৫ বছর যাবত বসবাস করে আসছেন রতন কর্মকার তার বাড়ি থেকে উচ্ছেদের জন্য বিভিন্ন সময় তার উপর হামলা করা হয়।
ঘটনার দিন গাছের মরা পাতা নেওয়াকে কেন্দ্র করে এই হামলা চালানো হয়েছে। প্রতিবেশী সত্তর মোল্লা ও রহমান মোল্লা নেতৃত্বে একদল সন্ত্রাসী রতন কর্মকারের পরিবারের উপর অমানবিক নির্যাতন চালায়। এ সময় তারা ভাঙচুর ও কুপিয়ে আহত করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন আহত রতন কর্মকার ও তার পরিবারকে উদ্ধার করে চরভদ্রাসন হাসপাতালে ভর্তি করে। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে চরভদ্রাসন থানায় একটি মামলার অজু করেন।
আহত রতন কর্মকার জানান, আমি প্রায় ২৫ বছর ধরে ওই বাড়িতে বাস করছি। কিন্তু কিছু দূর্বৃত্ত ওই জমির ভোগদখলের জন্য উঠে পড়ে লেগেছে। তাই আমাকে এখান থেকে উচ্ছেদ করার পরিকল্পনায় এই হামলা করা হয়েছে। তার হুমকীর কারণে আমি কোথাও অভিযোগও করতে পারছি না।
চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। সে মোতাবেক একটি মামলা রুজু করা হয়েছে।