ফরিদপুরের চরভদ্রান সদর বাজারের বিভিন্ন গলিতে অভিযান চালিয়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ফলের দোকানে মোটা কাগজের ব্যাগ দিয়ে ফল বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে
। এ সময় কয়েকটি দোকান থেকে ব্যাগ উদ্ধার করে ধ্বংস করা হয়েছে।
বুধবার বেলা ৩টা থেকে ৫টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির এপা ও চরভদ্রাসন থানার ওসি সেলিম রেজা। এ সময় অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন বাঁধন, উপসহকারী প্রকৌশলী মোঃ সাগর হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হাসান টিটু, থানার সেকেন্ড অফিসার কামরুল ইসলাম সহ সঙ্গীও পুলিশ বাহিনী।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা কবির এপা জানান, এক শ্রেণির ব্যাবসায়ী দীর্ঘদিন ধরে
অসৎভাবে ব্যবসা করে ক্রেতাদের ঠকিয়ে আসছিল তারই পরিপ্রেক্ষিতে আজ মোবাইল কোর্ট পরিচালনা করা হলো ২/৩ দিন পর থেকে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল জরিমানার ব্যবস্থা করা হবে। তাছাড়া প্রধান সড়ক দখল করে তরমুজ রাখায় ব্যবসায়ীদের কে সতর্ক করা হয়েছে। যাতে জনসাধারণের চলাচলে বিঘ্ন না ঘটে।