ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার হাজিগঞ্জ বাজারে হাজার হাজার পূণ্যার্থীর অংশগ্রহণে গঙ্গা স্নান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯শে মার্চ) হাজিগঞ্জ বাজার পদ্মা নদীর ঘাটে ভোর থেকে শুরু হয়ে দিনব্যাপী এ পূণ্য স্নান অনুষ্ঠিত হয়। প্রায় ৫০ বছর ধরে দোল পূর্ণিমার ১২ দিন পর চৈত্র মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে এ পূণ্য স্নান অনুষ্ঠিত হয়ে আসছে। পাপ মুক্ত হয়ে পূণ্য লাভের আশায় ভোর থেকে হাজার হাজার পূণ্যার্থী হাজীগঞ্জ ঘাটে ভিড় জমাতে থাকেন। অন্য যে কোন স্নানের চেয়ে এ স্নানে হাজার গুণ পূণ্য বলে বিভিন্ন জেলার পূণ্যার্থীরা এখানে স্নানে অংশগ্রহণ করে থাকেন। এছাড়া দিনব্যাপী শ্রীমন্তাগবত গীতা পাঠ,পাঠক শ্রী পরেশ চন্দ্র বিশ্বাস, শ্রীমন্তাগবত পাঠ, পাঠক শ্রী সুভাষচন্দ্র ঘোষ নড়াইল,পাঠান্তে রাধা গোবিন্দ পদাবলী কীর্তন আয়োজন করা হয়। ”অষ্টমী এই স্নান ঘাটে দিলে ঝাপ, যাবে চলে সর্ব পাপ”। এ উপলক্ষ্যে চরহাজীগঞ্জ বাজার এলাকা জুড়ে নানা রকম পসরা নিয়ে বসেছে মেলা। দূরদূরান্ত থেকে এসে জড় হয় সাধু সন্যাসীরা। অনুষ্ঠান চলাকালীন সময়ে সবদা প্রসাদের ব্যবষ্থা রয়েছে।