গফরগাঁও সাব-রেজিস্ট্রার অফিসে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন,
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার তিনটি সাব-রেজিস্ট্রার অফিসে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা করেছেন। ফলে জমি কেনাবেচায় আগ্রহী জনসাধারণের দূর্ভোগের পাশাপাশি সরকারের মোটা অংকের রাজস্ব হাতছাড়া হওয়ার আশংঙ্কার সৃষ্টি হয়েছে। গফরগাঁও সদর সাব-রেজিস্ট্রি অফিসে গতকাল বুধবার অন্তত ৫০ টি দলিল রেজিস্ট্রি সম্পাদিত হতো। এর বিপরিতে ষ্ট্যাম্পসহ সরকারের রাজস্ব আয় অনুমান প্রায় ১০ লাখ টাকা। সারাদেশের ন্যায় গফরগাঁও উপজেলাও অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি’র অংশ হিসাবে গফরগাঁওয়ের তিনটি সাব-রেজিস্ট্রি অফিসের সকল প্রশাসনিক ও অফিসিয়াল কার্যক্রম বন্ধ রেখেছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার বেলা ৩ টায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সাব-রেজিস্ট্রার মো: ইউসুফ আলী সরকারি দায়িত্ব পালনকালে শিবগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মো: আবুল হায়াতের মাধ্যমে লাঞ্ছিত এবং শারীরিকভাবে মারাত্মকভাবে আহত হয়। তার-ই ধারাবাহিকতায় বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস এসোসিয়েশন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাতে সারাদেশে একযুগে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি’র ঘোষণা করেছেন। গফরগাঁও সদর সাব-রেজিস্ট্রার খন্দকার মেহবুবুল ইসলাম বলেন, এমন ন্যাক্কারজনক ঘটনায় বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস এসোসিয়েশনের নির্দেশনায় সারাদেশের ন্যায় গফরগাঁও সাব-রেজিস্ট্রি অফিসেও অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি চলছে। পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত এ কর্মবিরতি চলমান থাকবে।