অদ্য ইং-১২/০২/২০২৩ তারিখ গফরগাঁও থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া সিআর ওয়ারেন্টভুক্ত আসামী ১। আশরাফ আলী, পিতা মৃত-ইসমাইল শেখ, মাতা মৃত-মমেনা খাতুন, সাং-কদম রসুলপুর, থানা-গফরগাঁও, জেলা-ময়মনসিংহ এবং জুয়া আইনের ৪ ধারা মোতাবেক আসামী ১। হৃদয় মিয়া (২৯), পিতা মৃত-আঃ সামাদ,২। আরফান মিয়া (৩২), পিতা-মোঃ কালা মিয়া,৩। জইন উদ্দিন (৩৫), পিতা মৃত-মিয়া হোসেন,৪। মোহাম্মদ আলী (৩৮), পিতা-হাফিজ উদ্দিন,৫। রাসেল মিয়া (৩৬), পিতা মৃত-বদরুজ্জোহা,৬। তারা মিয়া (৩৮),পিতা-মোঃ জালাল উদ্দিন,৭। আবু সাহিদ (৫২), পিতা মৃত-মোজাফর আলী,সর্ব সাং-লাউতৈল,৮। আবু সাঈদ (৪৫), পিতা-সাহেব আলী, সাং-চং বিরই, সর্ব থানা-গফরগাঁও,জেলা-ময়মনসিংহ সর্বমোট ০৯ জন আসামীকে ধৃত করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।