ওয়ার্ল্ড নিউজ ২৪ বিডি ডেক্সঃ কুমিল্লার চৌদ্দগ্রামে অভিযান চালিয়ে একটি দেশীয় পাইপগান ও ছয়টি লোহার পাইপসহ এনামুল হক নামের এক স্কুল দপ্তরিকে গ্রেফতার করেছে পুলিশ।
গত মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা জাগো নিউজকে এতথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতার এনামুল উপজেলার গুণবতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি ও গুণবতী ইউনিয়নের চাপাচৌ গ্রামের ইউসুফ আলীর ছেলে।
ওসি শুভ রঞ্জন চাকমা জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে গুণবতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় তলার একটি কক্ষে অভিযান চালানো হয়। এ সময় স্কুলের দপ্তরি এনামুল হকের থাকার কক্ষে খাটের নিচ থেকে একটি দেশীয় পাইপগান ও ছয়টি লম্বা লোহার পাইপ জব্দ করা হয়।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করেছে বলে জানান ওসি।
(সুত্রঃ জাগো নিউজ ২৪. কম।)