বগুড়ায় নিম্ন আয়ের মানুষের জন্য এক টাকায় ইফতারি বিক্রি করছেন একদল তরুণ। প্রথম রমজান থেকে শুরু হয়েছে তাঁদের এই কার্যক্রম। নিজেদের টাকায় ইফতারি বিক্রির এই উদ্যোগ নিলেও এখন তাঁদের পাশে এসে দাঁড়াচ্ছে শহরের অনেক বিত্তবান মানুষ।
খেজুর-শসা আর বিরিয়ানি দিয়ে ইফতারির প্যাকেট তৈরি করে প্রতিদিন বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত তাঁদের বিক্রির কাজ চলছে শহরের সাতমাথা এলাকায়।
কর্মসূচির মূল উদ্যোক্তা আহসান হাবিব সেলিম জানান, প্রতিবছরই রমজান মাসে তিনিসহ তাঁর বন্ধুরা গরিব মানুষের ইফতারির জন্য সহায়তা করতে যথাসাধ্য চেষ্টা করেন। এই কাজের সঙ্গে আরো যুক্ত আছেন এস কে বিশাল, আর এস মারুফ, শফিক, ওহেদুর রহমান রবি, স্বাধীন, ফারুক, মুক্তার জুয়েল, তুফান খান, হানিফ ও ইকবাল।
আরেক উদ্যোক্তা এস কে বিশাল বলেন, ‘বগুড়া শহরে এমন অনেক মানুষ আছে, যাদের আয় খুবই কম। তাদের ইফতারসামগ্রী কিনে খাওয়ার সামর্থ্য নেই। সেসব মানুষ যেন নিজের টাকায় ইফতারি করতে পারে, সে জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিদিন বিকেল ৩টা থেকে তাঁদের বিক্রির কার্যক্রম শুরু হয়। চলে সন্ধ্যার আগ পর্যন্ত।’
গত শুক্রবার শহরের সাতমাথা এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, ইফতারি বিক্রি শুরু করতেই অনেক মানুষ এসে লাইনে দাঁড়ায়। তাদের মধ্যে নূরুল ইসলাম নামের এক ব্যক্তি বলেন, ‘চায়া-চিন্তে ইপতের না করে লিজের ট্যাকায় ইপতের করবের পারমো, সিডেও আবার বিরেনি দিয়ে—এডে ভাবলেই ভালো লাগিচ্চে।’
ভ্যানচালক আইনুল হক বলেন, ‘রোজার মদ্দে ইপতের করে প্যাট ভরে খাবার গেলে হোটেলোত ৫০-৬০ ট্যাকা লাগতো, এটি এক ট্যাকাত সেই খাবার দিচ্ছে।’
বৃদ্ধা জয়নাব বানু বলেন, ‘সারা দিন চায়া-চিন্তে এটি অ্যাসি এক ট্যাকাত এক বাক্স বিরেনি লিবের। এডে হলে ইপতেরও হয়, আবার শ্যাষ রাতোত খাওয়াও হয়।’
এ ব্যাপারে উদ্যোক্তা আহসান হাবিব সেলিম জানান, প্রথম দিন ১৪০ প্যাকেট দিয়ে শুরু হয় ইফতারি বক্স বিক্রি। এরপর প্রতিদিনই অন্তত দেড় শ প্যাকেট বিক্রি করা হচ্ছে। মাঝখানে চতুর্থ রমজানেই শুধু ৫০০ প্যাকেট বিক্রি করা হয়েছে। পুরো রমজান মাসেই এই উদ্যোগ থাকবে।
এ ছাড়া ঈদের জন্য আলাদা একটি উদ্যোগ নেওয়া হয়েছে। পাঁচ টাকার বিনিময়ে ঈদসামগ্রী বিক্রি করতে চান তাঁরা। সেই প্যাকেটে সেমাই-চিনিসহ খাদ্যসামগ্রী থাকবে। এরই মধ্যে তাঁরা ২০০ প্যাকেটের ব্যবস্থা করেছেন।
আশা আছে, রমজানের শেষ সপ্তাহজুড়ে ঈদ সামগ্রী বিক্রি করার। এক হাজার মানুষের কাছে ঈদসামগ্রী বিক্রির জন্য তাঁরা চেষ্টা করবেন।