মতলব জগবন্ধু বিশ্বনাথ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের বিদায় অনুষ্ঠানে, বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদায়ী বক্তব্য প্রদানের সময় মোঃ জিহাদুল ইসলাম বলেন, ২০১৭ সালে সাবেক আইজিপি শহিদুল হক মহোদয় যখন আমার হাতে ক্রেস্ট, সার্টিফিকেট ও উপহার তুলে দিচ্ছিলেন তখন তিনি জিজ্ঞেস করেছিলেন, আমি বড়ো হয়ে কি হতে চাই। আমি সেদিন বলেছিলাম, দোয়া করবেন স্যার, একজন আদর্শ মানুষ হতে চাই।
গতকাল (সোমবার) ঐতিহ্যবাহী মতলব জগবন্ধু বিশ্বনাথ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২৩ এর পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদায়ী বক্তব্য প্রদানের সময় মোঃ জিহাদুল ইসলাম অত্র বিদ্যালয়ে কাটানো স্মৃতির কথা স্মরণ করে বলেন, এসেম্বলিতে দাঁড়িয়ে করা দুষ্টোমিগুলো, ক্লাস ফাঁকি দিয়ে মাঠে ছুটে চলা, ক্লাসে বসে শত আড্ডা ও আনন্দঘন সময়গুলো আর কখনো ফিরে পাবো না। ভাবতেই খুব কষ্ট হচ্ছে প্রিয় বিদ্যাপীটে ইউনিফর্ম পরিধান করে, শ্রেণি কক্ষে পাঠগ্রহণের সুযোগ হবে না আর কখনো। শিক্ষকদের মোটিভেশান ক্লাসগুলো খুব মিস করবো।
অনুজদের উদ্দেশ্যে তিনি বলেন, এই যে আমাদের পড়াশোনা, কেন? এসবই হচ্ছে আমাদের জ্ঞজ্ঞান বৃদ্ধি করে, নিজেদের মনুষ্যত্ববোধকে জাগ্রত করে নিজেদের একজন আদর্শ মানুষ রূপে গড়ে তোলা। আর আমরা যখন নিজেদের আদর্শ মানুষ রূপে গড়ে তুলতে পারবো, তখনই আমরা আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারবো।
তিনি আরো বলেন, স্নেহের অনুজরা –
ছাত্র আমি বিরাট বড়ো
বিরাট বিদ্যাসগর,
সার্টিফিকেট ভুরি ভুরি
করবে না কে কদর?
এমন মনোভাব নিয়ে কখনোই নিজেদের গড়ে তুলবে না। বরং নিজেদের গড়ে তুলবে –
আমি ছাত্র, আমিই রাষ্ট্র
আমার কাঁধেই রাষ্ট্র পরিচালনার, মহৎ দায়িত্ব।
তবেই আমাদের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়া সম্ভব হবে।
সকল শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীদের কাছে দোয়া চেয়ে রচিত কবিতার মাধ্যমে তিনি, তার সংক্ষিপ্ত বিদায়ী বক্তব্য সমাপ্ত করেন।