উখিয়া উপজেলার পালংখালী মায়ানমার সীমান্ত ঘিরে অস্ত্র, ইয়াবা, আইস, গরু ও বার্মিজ অবৈধ পণ্য পাচারের শক্তিশালী সিন্ডিকেট গড়ে তুলেছে স্থানীয় এক জনপ্রতিনিধি ও তার সহোদরা।
গত ইউপি নির্বাচনে পালংখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ড থেকে ইউপি সদস্য নির্বাচিত হয় জাফরুল ইসলাম বাবুল (প্রকাশ গুলি জাফর)।
নির্বাচিত হওয়ার পর থেকে গড়ে তুলেছে শক্তিশালী এক চোরাচালান ও মাদক সিন্ডিকেট। যাদের নিয়ন্ত্রণে মিয়ানমার থেকে অবৈধ পথে ডুকছে বিপুল পরিমাণ ইয়াবা,আইস(ক্রিস্টালমেথ),অস্ত্র, সিগারেট ও গরুর বড় বড় চালান।