ওয়ার্ল্ড নিউজ ২৪ বিডি ডেক্সঃ ইউক্রেন যুদ্ধের খবর দিয়ে পুলিৎজার পুরস্কার জয় করলো বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস- এপি। বার্তা সংস্থাটি এ বছর দুটি ক্যাটেগরিতে পুলিৎজার জয় করেছে। যার মধ্যে একটি ইউক্রেন যুদ্ধ কাভারেজের জন্য সম্মানজনক পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড। এছাড়াও নিউইয়র্ক টাইমস, অ্যালাবামা নিউজ দুটি করে পুলিৎজার পেলো চলতি বছরে।
ইউক্রেনের মারিওপোলে রুশ সেনা আগ্রাসন শুরু হওয়ার পর এপি’র সংবাদকর্মীই সেখানে সবচেয়ে বেশি সময় ধরে অবস্থান করছিলেন এবং খবর দিচ্ছিলেন। নিজেরা সরে আসার আগে এপির সংবাদকর্মীরা রুশ সেনাদের হাতে মারিওপোলের পতনের খবরও সেখান থেকেই দিয়ে যাচ্ছিলেন। যুদ্ধক্ষেত্র থেকে তুলে আনা একটি ছবির জন্য এবছরের অপর পুরস্কারটি জয় করেছে অ্যাসোসিয়েটেড প্রেস। এটি সেরা নিউজ ফটোগ্রাফি অ্যাওয়ার্ড।
অ্যালাবামার নিউজ আউটলেট এএল.কম লোকাল নিউজ রিপোর্টিং ক্যাটেগরিতে পুলিৎজার পেয়েছে। সংবাদমাধ্যমটির রিপোর্টার জন আর্চিবাল্ড, অ্যাশলে রেমকাস, রামসে আর্চিবাল্ড ও চ্যালেন স্টেফানস এই পুরস্কার জিতেছেন। ট্রাফিক আইন প্রয়োগ সংক্রান্ত জরিমানা আদায় ও গাড়ি জব্দ করে পুলিশ কিভাবে রেভিনিউ বাড়ায় তা ধারাবাহিক প্রতিবেদনে তুলে আনে এই দলটি।
এছাড়াও এএল.কম’র পলিটিক্যাল কলামিস্ট কাইল হোয়াইটমায়ার তার মন্তব্য কলামের জন্য এ বছরের পুলিৎজার জিতেছেন। অ্যালাবামার কনফেডারেট ইতিহাস কিভাবে রাজ্যের ওপর প্রভাব রেখে চলেছে তা উঠে আসে ওই কলামে।
চলতি বছরে দ্য নিউ ইয়র্ক টাইম ও দ্য লস এঞ্জেলস টাইমসও দুটি করে পুলিৎজার জয় করেছে।
ইন্টারন্যাশনাল রিপোর্টিং ক্যাটেগরিতে এবং ইউক্রেন যুদ্ধে নিহতদের ওপর অনুসন্ধানী প্রতিবেদন করে পুলিৎজার জিতেছে নিউইয়র্ক টাইমস। সংবাদমাধ্যমটির অপর পুলিৎজারটি এসেছে অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের সম্পদের চুলচেরা ব্লিশ্লেষণ করে মন্তব্য কলাম প্রকাশের জন্য। এই পুরস্কার পেয়েছেন টাইম ম্যাগাজিনের মোনা চালাবি।
লস এঞ্জেলস টাইমস পুলিৎজার পেয়েছে ব্রেকিং নিউজ ক্যাটেগরিতে। লস অ্যাঞ্জেলস সিটি কাউন্সিল সদস্যদের একটি গোপন আলাপচারিতার তথ্যা প্রকাশ দেয় এই সংবাদমাধ্যমটি। যাতে এই সদস্যরা তাদের বর্ণবাদী মনোভাবেরই প্রকাশ ঘটিয়েছিলেন। এই খবরের পর সিটি কাউন্সিলের কয়েকজন নেতা পদত্যাগে বাধ্য হন। এলএ টাইমসের অপর পুলিৎজারটি এসেছে ফিচার ফটোগ্রাফি ক্যাটেগরিতে। ফটো জার্নালিস্ট ক্রিস্টিনা হাউজ এই পুলিৎজার জেতেন হলিউড স্ট্রিটে তাবুর মধ্যে বাস করা ২২ বছর বয়সী এক সন্তানসম্ভবা নারীর ছবি তুলে।