আজ মহান বিজয় দিবস। বিজয় আমার – আবেগও আমার এ বিজয়কে প্রাণ উৎসর্গ করে ছিনিয়ে আনা মহান নেতা ও শহীদগনদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং মহান আল্লাহর দরবারে তাঁদের জন্যে জান্নাতুল ফেরদৌস কামনা করি। এ বিজয়ের যে সব লক্ষ্য ছিল-সে সবের মধ্যে ছিল ” শিক্ষা ও অধিকার এর বৈষম্য ” অন্যতম আজ অর্ধ শত বছর পেরিয়ে গেলেও কি ” প্রতিবন্ধীদের শিক্ষা অধিকার নিশ্চিত হলো? যেখানে এখন পর্যন্ত সারা দেশে মাত্র ৭৪ টি স্কুল এমপিওভুক্ত – তাতেই কি হয়েছে? বিশ্ব সংস্থার তথ্য মতে এক দশমাংশ প্রতিবন্ধীদের জন্যে ত স্বপ্নের চেরাগ মাত্র ? যাক এর পরেও ২০০৯ নীতিমালায় দেশে অনলাইনে আবেদিত ১৭৭২ টি প্রতিবন্ধী স্কুল এমপি/স্বীকৃতির ট্যাংকিং নম্বর প্রাপ্ত হওয়ার পরও মানববন্ধন, স্মারক প্রদান, প্রেস ব্রিফিং সহ বহুবার অনশন আন্দোলনের পর শুধু মাত্র আশ্বাসই পাওয়া যায় – তবে এমপিও বিষয়ে নিশ্চয়তা হয়নি,
০৩ ডিসেম্বর২০২২ “বিশ্ব প্রতিবন্ধী দিবস ” এ মাননীয় শিক্ষা উপমন্ত্রী মহোদয় আশ্বাসের বানী শুনিয়েছেন -শীঘ্রই প্রতিবন্ধী স্কুলের এমপিওভুক্তি সম্পন্ন হবে ?
(আলহামদুলিল্লাহ)এরপরও আজ বিজয় দিবসে – ” বিজয়ের দিনেই -প্রতিবন্ধীদের শিক্ষা অধিকারে স্কুলগুলোর এমপিও প্রদান করে শিক্ষক- কর্মচারীদের পরিশ্রমের প্রাপ্য বেতনভাতা দিলেই বিজয়ের সার্থকতা অর্থবহ হবে বলে মনে করি !!
– (স্বাধীনতার রনাঙ্গনে কিশোর জীবনে মাত্র একদিন অংশ গ্রহণকারী প্রতিবন্ধী – প্রতিবন্ধী প্রতিষ্ঠাতা) মো: খায়রুল ইসলাম(প্রতিবন্ধী), গফরগাঁও, ময়মনসিংহ।